রাজধানী ঢাকার বারিধারা ডিওএইচএস-এ ফোকাসঅন গ্লোবাল লিমিটেডের নতুন কর্পোরেট অফিস ও প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে।
সম্প্রতি এর আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিসিডিআরবি এর মানবসম্পদ বিভাগের প্রধান ড. মুশাররফ হোসেইন। অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রামের পরিচালক ড. শিবলী শাহরিয়ার, সিটি ব্যাংক এন এ এর চিফ হিউম্যান রিসোর্স অফিসার আসিফ জামান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার স্কুল অব বিজনেসের ডিন আবদুল্লাহ আল মামুন এবং সিনেপ্লেক্সের মানবসম্পদ বিভাগের প্রদান লায়লা নাজনীন উপস্থিত ছিলেন।