ঈদ উল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। এমন সময়ে বিপনীবিতানগুলোতে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। ঈদের শেষ মুহুর্তের কেনাকাটায় ফ্যাশন সচেতন পুরুষদের পছন্দের শীর্ষে থাকে পায়জামা-পাঞ্জাবি। আর আরামদায়ক পায়জামা এবং স্টাইলিশ পাঞ্জাবি কিনতে গ্রাহকরা আস্থা রাখছেন ‘নবীন পাঞ্জাবি’তে। সাশ্রয়ী দামে আর আকর্ষণীয় অফারে উন্নত মানের পাঞ্জাবির সংগ্রহ নিয়ে এবারের ঈদ কালেকশন সাজিয়েছে নবীন পাঞ্জাবি তথা নবীন ফ্যাশন। রাজধানী জুড়ে প্রায় ১৩টি শো-রুমের পাশাপাশি অনলাইনেও ক্রেতাসাধারণের দারুণ সাড়া পাচ্ছে দেশিয় ব্র্যান্ডটি।
সম্প্রতি নবীন পাঞ্জাবির একাধিক আউটলেটে গিয়ে পাঞ্জাবি কিনতে গ্রাহকদের ভিড় দেখা যায়। রাজধানীবাসী তো বটেই, রাজধানীর বাইরে থেকেও অনেকে আসছেন নবীন পাঞ্জাবির শো-রুমগুলোতে। রাজধানীর এলিফ্যান্ট রোডে মোতালেব প্লাজায় নবীন পাঞ্জাবির শো-রুমে সরেজমিনে আগ্রহী দর্শনার্থীদের পায়জামা ও পাঞ্জাবি কিনতে দেখা যায়। ছুটির দিনগুলোতে এবং ইফতারির পর এই ভিড় আরও বাড়ে বলে জানান শাখার কর্মকর্তারা।
নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এনামুল হাসান বলেন, বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিলিয়ে ঈদের সময় পুরুষদের প্রথম পছন্দই থাকে পাঞ্জাবি। পাশাপাশি এবার খেয়াল রাখতে হচ্ছে গ্রাহকদের বাজেটের দিকেও। তাই তাদের জন্য আকর্ষণীয় আর দৃষ্টিনন্দন ডিজাইনের পাঞ্জাবির পসরা সাজিয়েছে নবীন পাঞ্জাবি। নবীন পাঞ্জাবি এবারের ঈদে আকর্ষণীয় অফারে দারুণ সব ডিজাইনের পাঞ্জাবি দিচ্ছে। মাত্র দেড় হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন রয়েছে আমাদের। পাশাপাশি অনলাইনে মাত্র ৯৯ টাকায় বড়দের পায়জামা, ছোটদের কাবুলি সেটের অফার দেওয়া হচ্ছে সীমিত সময়ের জন্য। এছাড়াও মাত্র ৩০০ টাকায়ও পাঞ্জাবি রয়েছে নবীনে। মূলত সকল ধরনের ক্রেতা শ্রেণীকে বিবেচনায় রেখেই নবীন ঈদ আয়োজন সাজানো হয়েছে।
এনামুল হাসান জানান, ঈদ উল ফিতরের চাঁদ রাতে ফজর পর্যন্ত খোলা থাকবে নবীন পাঞ্জাবির শাখাগুলো। গ্রাহকদের কেনাকাটা নিরাপদ করতে, ক্যাশলেস পেমেন্ট সুবিধা রয়েছে ব্র্যান্ডটির। তাই গ্রাহকদের কোনরকম দ্বিধা ছাড়াই নবীন পাঞ্জাবির শো-রুমগুলোতে আসার আহবান জানান তিনি।