চলতি বছরের শুরুর দিকে নির্দিষ্ট কিছু সংখ্যক স্মার্টফোনে বেটা সংস্করণ দেয়া হলেও এবার পূর্ণাঙ্গ মোবাইল সংস্করণে প্রকাশ হলো ‘কল অফ ডিউটি’। বিশ্বজুড়েই গেমটি মঙ্গলবার থেকে মোবাইল সংস্করণে পাওয়া যাচ্ছে।
অ্যান্ড্রয়েড সংস্করণে খেলতে হলে মোবাইলে কমপক্ষে অ্যান্ড্রয়েড ৫.১ হতে হবে এবং র্যাম থাকতে হবে ২ গিগাবাইট। আর আইওএসের ক্ষেত্রে আইফোন ৬ থেকে আইফোন ১১ যেকোনো সংস্করণে খেলা যাবে। তবে থাকতে হবে আইওএস ৯ সংস্করণ।
প্লেয়াররা তাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করে বিনামূল্যে গেমটি খেলতে পারবেন গেমপ্রিয়রা। গেমাররা তাদের চরিত্রের পোশাক কাস্টমাইজ করতে পারবেন এবং যুদ্ধের জন্য তাদের গিয়ার সেট আপ করতে পারবেন। গেমারদের শুরু থেকেই যুদ্ধ-রোয়েলে মোড খেলতে পারবেন না এবং মোডে অ্যাক্সেস পাবার আগে তাদের কমপক্ষে প্রোফাইল লেভেলে পৌঁছাতে হবে।
গেমটিতে প্লেয়াররা যে চরিত্রগুলি দেখতে পাবেন তার মধ্যে অ্যালেক্স ম্যাসন, টমাস মেরিক এবং সাইমন ‘ঘোস্ট’ রিলে অন্যতম।