চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ১২ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। আর এতে মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৬৬৭ জনের। এ রোগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় আড়াই লাখ।
এমন অবস্থায় বন্ধ করা হলো পাবজি’র সার্ভার। বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোরে সবচেয়ে জনপ্রিয় গেম হল এই পাবজি।
এই প্রসঙ্গে টেনসেন্ট গেমস ঘোষণা করেছে সারা বিশ্বে কিছুদিনের জন্য বন্ধ করা হচ্ছে এই সার্ভার। ৪ এপ্রিল রাত ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত পাবজি সার্ভার বন্ধ থাকবে।
এই সময়ে বিশ্বের কোনও দেশেই ব্যবহার করা যাবে না এই গেম। করোনা ভাইরাসের সংক্রমণে যে ভাবে গোটা বিশ্বে মৃত্যু মিছিল শুরু হয়েছে তা ঠেকাতেই আপাতত লকডাউনে গিয়েছে স্পেন, ইতালি, আমেরিকা, ভারত-সহ শতাধিক দেশ। এই পরিস্থিতিতে তাই কিছু দিনের জন্য পাবজি সার্ভার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেটেনসেন্ট গেমস।
শুধু পাবজি সার্ভারই নয়, ৪ এপ্রিল রাত ১২টা থেকে এই কারণে একাধিক গেম একদিনের জন্য বন্ধ রাখা হয়। যদিও ৫ এপ্রিল রাত ১২টা থেকেই পাবজি ছাড়া অন্যান্য মোবাইল গেমগুলোর সার্ভার খুলে দেওয়া হবে।