দেশে কভিড-১৯ মহামারী মোকাবেলার অংশ হিসেবে লকডাউন চলছে। ভয়াবহ এ পরিস্থিতিতে কয়েক কোটি মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। অনলাইনে মোবাইল গেম খেলে ঘরবন্দি অবস্থায় বিরক্তিকর সময় কাটানো যেতে পারে। অনেক মোবাইল গেম আছে, যেগুলো অফলাইনেও খেলার সুবিধা রয়েছে।
১. পাবজি মোবাইল
জনপ্রিয় একটি অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল শুটিং গেম পাবজি মোবাইল। গেমটি ঘরবন্দি থাকার এ সময় বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে খেলার জন্য দারুণ পছন্দ হতে পারে। এটি একটি অ্যাকশনধর্মী শুটিং গেম এবং গেমারদের পরস্পরের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গেমটিতে বিল্টইন অডিও ও টেক্সট চ্যাট অপশন আছে।
২. কল অব ডিউটি মোবাইল
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মের জন্য বিনা মূল্যের এক ধরনের ফার্স্ট পারসন শুটার গেম কল অব ডিউটি মোবাইল। বন্ধু ও পরিবারের কাউকে নিয়ে খেলতে গেমটিতে মাল্টি প্লেয়ার মোড চালু করে নিতে হবে। গেমটিতে অস্ত্র ব্যবহারে ভিন্নতা এবং নতুন বিভিন্ন অস্ত্র ব্যবহারের সুবিধা রয়েছে। এতে দলের অন্য সদস্যদের সঙ্গে কথা বলার জন্য ইনবিল্ট অডিও ফিচার রয়েছে।
৩. টেম্পল রান
বিশ্বজুড়ে জনপ্রিয় একটি মোবাইল গেম টেম্পল রান। গেমারকে এ গেমে ভার্চুয়াল দুনিয়ায় অন্তহীন দৌড়াতে হয়। দৌড়ানোর সময় পড়ে যাওয়া কিংবা কোনো ফাঁদে পড়া যাবে না। কারণ পেছনে লেগে থাকে ভয়ংকর শত্রু। দৌড়ানোর সময় কয়েন সংগ্রহ করা যায়। টেম্পল রান মোবাইলে ডাউনলোড করে নিয়ে অফলাইনেও খেলা যায়।
৪. সাবওয়ে সারফারস
টেম্পল রানের মতোই সাবওয়ে সারফারস ভার্চুয়াল দুনিয়ায় দৌড়ানোর গেম। এটি অ্যান্ড্রয়েডে সবচেয়ে ডাউনলোড হওয়া মোবাইল গেমগুলোর একটি। গেমটিতে পুলিশের তাড়া খেয়ে দৌড়াতে হয়। যেকোনো সময় পুলিশ ধরে ফেলতে পারে। এ অফলাইন গেমে পুলিশকে টেক্কা দিয়ে দৌড়ানোর সময় কয়েন সংগ্রহের পাশাপাশি জেটপ্যাকস ও উপহার সংগ্রহ করা যায়।
৫. ফিফা সকার
ইলেকট্রনিকস আর্টসের জনপ্রিয় এ গেম পার্সোনাল কম্পিউটার (পিসি), এক্সবক্স ওয়ান, পিএস৪, অ্যান্ড্রয়েড ও আইওএস সব প্লাটফর্মে খেলা যাবে। শুধু মাঠের খেলাধুলা নয়; ভার্চুয়াল দুনিয়ায় ফুটবল খেলার এক অনন্য অভিজ্ঞতা দেবে ফিফা সকার। এর উন্নত গ্রাফিকস গেমারের মধ্যে সরাসরি মাঠের খেলার মতোই উত্তেজনা ছড়িয়ে দিতে সক্ষম।