নতুন সংস্করণের ‘ফিফা ২১’ ইতিহাসের সবচেয়ে বাস্তবধর্মী ফিফা গেইম হবে বলে অঙ্গীকার করেছে নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস।
নতুন প্রযুক্তির এই গেইমটি পুরানো কনসোলের পাশাপাশি নতুন এক্সবক্স সিরিজ এক্স এবং প্লেস্টেশন ৫ গেইমিং কনসোলে চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে, নতুন কনসোলে আরও উন্নত সুবিধা পাওয়া যাবে বলে দাবি করছে ইএ স্পোর্টস– খবর বিবিসি’র।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেইম ফ্র্যাঞ্চাইজগুলোর একটি ফিফা। প্রতি বছরই গেইমটির নতুন সংস্করণ উন্মোচন করে ইএ।
প্রায়ই সমালোনা শোনা যায় যে, আগের সংস্করণের সঙ্গে খুব বেশি তফাৎ নেই নতুন সংস্করণের। তারপরও ২০১৮ সালে ২৬ কোটি কপি বিক্রি হয়েছে গেইমটির।
ইএ বলছে, নতুন সংস্করণে খেলোয়াড়দের নড়াচড়া আরও বাস্তবধর্মী হবে। “স্পোর্টস ভিডিও গেইমে চরিত্রগুলোর এটিই এযাবৎকালে সবচেয় বিশ্বাসযোগ্য আচরণ” বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ফিফা ২১ গেইমটিতে লোডিং সময় লক্ষ্যণীয় মাত্রায় কমবে। পাশাপাশি পিএস৫ কনসোলের ডুয়ালসেন্স কন্ট্রোলারে ‘হ্যাপটিক ফিডব্যাক’ পাবেন গ্রাহক।
নতুন রেন্ডারিং প্রযুক্তি এবং আলোর কারুকাজ গেইমকে আরও বাস্তব করে তুলবে বলেও অঙ্গীকার করেছে ইএ।
ভার্চুয়াল স্টেডিয়ামের দর্শকরাও আগের চেয়ে বেশি প্রাণবন্ত হবেন এবং উদযাপনে অংশ নেবেন।
নতুন গেইমিং কনসোল উন্মোচনের আগেই অক্টোবরে গেইমটি উন্মোচনের পরিকল্পনা করছে ইএ স্পোর্টস।
উন্নত ফিচারের পিএস৫ এবং এক্সবক্স সিরিজ এক্স-এর ফিফা ২১ সংস্করণটি আরও পরে উন্মোচন করবে ইএ। তবে, যেসব গ্রাহক আগেই পুরানো কনসোলের জন্য গেইমটি কিনে ফেলবেন তাদের জন্য বিনামূল্যে আপগ্রেড সুবিধা দেবে প্রতিষ্ঠানটি।