এ বছরের প্রথমার্ধে পাবজি মোবাইলের বৈশ্বিক আয় এসেছে একশ’ ৩০ কোটি ডলার। বাজারে আসার পর থেকে এ পর্যন্ত মোট তিনশ’ কোটি ডলার আয় করেছে গেইমটি।
গেইমটি সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে ভারতে। দেশটিতে মোট ১৭ কোটি ১০ লাখ বার ইনস্টল হয়েছে পাবজি।
কোভিড-১৯ মহামারীর এ সময়ে বাসায় সময় কাটাচ্ছেন বিশ্বের অধিকাংশ মানুষ। এদের অনেকেই আবার সময় কাটাতে খেলছেন গেইম। বিশ্লেষণী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার-এর ডেটা বলছে, মার্চে প্রায় ২৭ কোটি ডলার আয় হয়েছে পাবজি মোবাইলের।
পুরোপুরি চীনা অ্যাপ না হওয়ায় ভারতে নিষেধাজ্ঞার কবলে পড়েনি পাবজি মোবাইল। শুরুতে গেইমটি তৈরি এবং ব্যবস্থাপনা করেছে দক্ষিণ কোরীয় সংস্থা ব্লুহোল। পাবজি জনপ্রিয় হওয়ার পর চীনা প্রতিষ্ঠান টেনসেন্ট এসে যোগ দেয় ব্লুহোলের সঙ্গে। সে সময় চীনেও গেইমটির বাজারজাত শুরু হয়।
ভারতে গেইমটি বাজারজাত করছে চীনের টেনসেন্ট হোল্ডিংস। তবে, মিশ্র মালিকানা স্বত্ত্বা থাকায় গেইমটিকে নিষিদ্ধ করেনি ভারত সরকার।
ভারতে গেইমটি ডাউনলোডের সিংহভাগ এসেছে গুগল প্লে অ্যাকাউন্ট থেকে। মোট ইনস্টলের ৬৫ শতাংশই গুগল প্লে-এর মাধ্যমে হয়েছে। আর অ্যাপ স্টোরের মাধ্যমে হয়েছে বাকি ৩৫ শতাংশ।