আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করে থাকি, তাই না? কম্পিউটার গেম অনেক আছে। আমরা আজকে এমনই এক কম্পিউটার গেম নিয়ে আলোচনা করব যার নাম কল অব ডিউটি মডার্ন ওয়েলফেয়ার।
চলুন জেনে নেই গেম সম্পর্কে বিস্তারিত,
এটি একটি এফপিএস ক্যাটাগরির গেম মানে এটিতে শুধু গোলাগুলি আছে। অনেকটা পাবজির মতই বলা যায় কারণ এর আছে সিঙ্গেল প্লেয়ার সহ মাল্টিপ্লেয়ার মোডে খেলার সুবিধা। পাশাপাশি গেমটি খেলার জন্য তেমন উচ্চ কনফিগারেশনের কোন কম্পিউটার লাগবে না। এন্ট্রি লেভেলের কম্পিউটারেই ল্যাগ বিহীন গেমিং করা যাবে। যদি ইন্টারনেট কানেকশন না থাকে সেক্ষত্রে কোন সমস্যা হবে না।
তবে চলুন এবার জেনে নেই কিছু ইউজার ইন্টারফেস সম্পর্কে। সবার আগে আসে গ্রাফিক্স। হ্যাঁ, ২০১২ সালের গেম মানে যে গ্রাফিক্স একেবারে খারাপ হবে তা কিন্তু না। বেশ উন্নত মানের গ্রাফিক্স থাকায় বোঝার তেমন কোন উপায়ই নেই যে এই গেমটা ২০১২ সালের।
এই গেমটি খেলার জন্য নিম্নতম ইন্টেল ডুও কোর প্রসেসর ও ৫১২ মেগাবাইট র্যাম দরকার হবে। প্রায় ৫ গিগাবাইট সাইজের গেমটি ইন্সটল করাও বেশ সহজ। এবং ইন্সটল করে মাল্টিপ্লেয়ার এবং সিঙ্গেল প্লেয়ার যেকোনটাই খেলা যাবে। তবে প্রথমবার গেমটি চালু করতে গেলে অনেকেরই একটা সমস্যা দেখা দিতে পারে যে গেমটি চলার জন্য একটি ফাইল পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে গেমটি যে ফোল্ডারে ইন্সটল করা আছে সেখানে যে ফাইল পাওয়া যাচ্ছে না তা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ফোল্ডারে রাখতে হবে। এতে গেমটি চালু করতে গেলে সেই সমস্যা দেখাবে না।