পাবজির টুরনামেন্ট খেলে বাংলাদেশি ই-স্পোর্টস টিম ইতমধ্যেই দুবাই গিয়ে খেলা শুরু করে দিয়েছে আর এই রকম পরিবেশ দেখেই ফ্রি ফায়ার গেম বাংলাদেশের জন্য তাদের টুরনামেন্ট লঞ্চ করে দিয়েছে। ২২ জানুয়ারির পরে এই টুরনামেন্টের জন্য কোন রেজিস্ট্রেশান করা যাবে না।
তবে চলুন জেনে নেই কিভাবে এই টুরনামেন্টের জন্য রেজিস্ট্রেশান করতে হবে।
সবার আগে প্লেয়ারদের নিজেদের মিনিমাম রিকুয়ারমেন্ট ম্যাচ করতে হবে। মিনিমাম রিকুয়ারমেন্ট হলো প্লেয়ারের এক্সপেরিয়েন্স লেভেল হতে হবে ৪০ এবং র্যাঙ্ক হতে হবে ডায়মন্ড টায়ারে। তবেই এই টুরনামেন্টের জন্য রেজিস্ট্রেশান করা যাবে। রেজিস্ট্রেশান পদ্ধতি বেশ সহজ। গেম চালু করলেই ট্রফির মতো একটা আইকন পাওয়া যাবে। সেখানে ট্যাপ করলেই একটা নতুন পেজ চলে আসবে সেখানে ২টা অপশন থাকবে একটা নতুন স্কোয়াড রেজিস্টার করতে এবং আরেকটা কোন স্কোয়াডে অ্যাপ্লাই করতে। এবং এই প্রোসেস সম্পূর্ন বিনামূল্যের। যারা স্কোয়াড লিদার হবেন তাদের স্কোয়াড রেজিস্ট্রেশান করতে হবে এবং যারা টিমমেট হবে তাদের অ্যাপ্লাই করতে হবে এবং লিডার বেছে নেবেন কাদের নেবেন আর কাদের নেবেন না।
এই টুরনামেন্ট বেশ কয়েকটা ধাপে এগিয়ে চলবে আর প্রত্যেক ধাপেই কাটাই হবে। প্রথমে ৪৮ স্কোয়াড নির্বাচন করা হবে, দ্বিতীয় ধাপে ১৮ টা স্কোয়াড বেছে নেওয়া হবে, তৃতীয় ধাপে ১৮র মধ্যে ৬ টা স্কোয়াড সরাসরি ফাইনালে চলে যাবে এবং বাকি ১২টা স্কোয়াডের মধ্য থেকে নির্বাচন করা হবে যে কারা ফাইনালে যাবে। যে স্কোয়াড প্রথম স্থান দখল করবে সেই স্কোয়াড পাবে ২৫ লক্ষ টাকার পুরষ্কার।
তাই, আপনার বা আপনার আশেপাশের কারোর যদি এই টুরনামেন্তের জন্য মিনিমাম রিকুয়ারমেন্ট থাকে থাকে তাহলে অবশয় রেজিস্ট্রেশান করিয়ে নিন। হেরে যাওয়া বা জেতা বড় কথা ন। যদি এই টুরনামেন্টে আমরা বেশ বড়সর সারা দিতে পারি তাহলে আমাদের দেশের জন্য আলাদা সার্ভার দেওয়াও হতে পারে। তখন আমাদের আর ভারতের সার্ভারে বসে থাকতে হবে না।