এশিয়া প্যাসিফিক রিজিওনে ১৫ দেশের সেরা গেমারদের নিয়ে এবার শুরু হতে যাচ্ছে উপমহাদেশের অন্যতম বড় ই-স্পোর্টস প্রতিযোগিতা ‘আসুস আরওজি মাস্টার’।
আগামী সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হবে। এটিই এশিয়া প্যাসিফিক রিজিয়নে প্রথমবারের মতো গেম নিয়ে আয়োজিত অন্যতম ই-স্পোর্টস টুর্নামেন্ট। রিপাবলিক অব গেমার্স বা আরওজি আসুসের এক বিশেষ প্ল্যাটফর্ম যেখানে গেমিংকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। গেমিং এর জন্য তারা শক্তিশালী বিভিন্ন ডিভাইস তৈরি করে।
এবারের আসরে ‘কাউন্টার স্ট্রাইক: গ্লোবাল অফেন্সিভ’ গেমটিকে অফিশিয়াল গেম হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই আয়োজনে ১৫টি দেশ থেকে প্রতিযোগিরা তাদের দল নিয়ে অংশ নিতে পারবেন। প্রতিটি দেশ থেকে ১৬টি দল অংশগ্রহণ করতে পারবে। ৩২টি দল নিয়ে রিজিওনাল ফাইনাল খেলা হবে।
এই প্রতিযোগিতায় পুরস্কার ঘোষণা করা হয়েছে ৩২ হাজার ৬শ’ ডলার বা প্রায় ২৭ লক্ষ ৬৬ হাজার টাকা।