গেমিংয়ে মাইক্রোসফটের এক্সবক্স, নিনটেন্ডো, অ্যাক্টিভেশন ব্লিজার্ড ইনকরপোরেটেড এবং প্লে-স্টেশন নির্মাতা সনি করপোরেশনের চেয়েও বেশি আয় করে অ্যাপল। ২০১৯ সালে সব গেমিং প্রতিষ্ঠানের সম্মিলিত আয়ের চেয়েও বেশি আয় করেছে অ্যাপল। খবর গিজমোচায়না।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯ অর্থবছরে গেমিং প্লাটফর্ম থেকে অ্যাপল আয় করেছে ৮৫০ কোটি ডলার। অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করার গেমের ক্ষেত্রে ৩০ শতাংশ কমিশনের কারণে বড় অংকের এ আয় করতে পেরেছে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক কোম্পানিটি।
এদিকে অ্যাপল বলছে, এ তথ্য সত্য নয়। তাদের দাবি, এটি বাস্তবতার চেয়েও বেশি। এ ব্যাপারে ব্যাখ্যাও দিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপল বলছে, আদালতে শুনানির সময় যে তথ্য উপস্থাপন করা হয়েছে, সেখানে অ্যাপ স্টোরের সঙ্গে আনুষঙ্গিক খরচগুলো বিবেচনায় নেয়া হয়নি। পরিসংখ্যানটিতে গেম-সংক্রান্ত আয়ের যে তথ্য দেয়া হয়েছে, তা সম্ভাব্য খরচের বিপরীতে খুবই সামান্য।
বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের আগের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপ স্টোর থেকে অ্যাপলের মোট আয় হয়েছে ১ হাজার ৫৯০ কোটি ডলার। যদি গেমিং অ্যাপ থেকে প্রাপ্য কমিশন ৮৫০ কোটি ডলার হয়, তাহলে অ্যাপ স্টোর থেকে আয়ের ৬৯ শতাংশ আসছে সে খাত থেকে।