স্মার্টফোনের ব্যবহার যত বাড়ে স্টোরেজও ফুল হয়ে আসে। ফলে নতুন কিছু ডাউনলোড কিংবা স্টোরে জমা রাখতে গেলে আগের কিছু ডিলিট করতে হয়। অ্যানড্রয়েড ফোনের স্টোরেজ সমস্যায় ভোগেন অনেক ব্যবহারকারী। তবে কিছু পদ্ধতি মেনে চললে এই সমস্যার সামাধান সম্ভব।
লাইট অ্যাপ ব্যবহার করুন
সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপগুলোর মূল অ্যাপের সাইজ অনেক বেশি হয়ে থাকে। তবে ফেসবুক, মেসেঞ্জারের মতো অ্যাপগুলোর লাইট ভার্সন ব্যবহার করে স্মার্টফোনের স্টোরেজ বাঁচাতে পারেন।
গুগল ফটোস
স্মার্টফোনে ছবি থাকে বেশি। তাই সাধারণ গ্যালারির বদলে গুগল ফটোসে ফটো ব্যাকআপ করাই যেতে পারে। ফটো দেখার পাশাপাশি এডিটও করতে পারবেন। বাড়তি পাওনা গ্যালারি স্টোরেজ কমবে।
ফাইল ডিলিট
স্মার্টফোনে অনেক অপ্রয়োজনীয় ফাইল থাকে। কারণ অনেক সময় ডাউনলোড করা অনেক ফাইল আমরা ডিলিট করতে ভুলে যাই। তাই পুরনো অপ্রয়োজনীয় ফাইলগুলো সিলেক্ট করে দিন ডিলিট করে দিন।
এসডি কার্ডে অ্যাপ ইনস্টল
সবসময় স্মার্টফোনের ওএস-এর ওপর চাপ কমাতে কিছু অ্যাপ মাইক্রো এসডি কার্ডে পাঠিয়ে দিন। এতে জায়গাও বাঁচবে এবং স্মার্টফোনটি দ্রুত কাজ করবে।
ক্যাশ ও ডেটা ক্লিয়ার
ফোনের অ্যাপ ম্যানেজারে যান। সেখানে গিয়ে অ্যাপগুলো সিলেক্ট করুন। তারপর তার ডেটা ও ক্যাশ ডিলিট করুন। এতে পুরনো অ্যাপ মুছে গেলেও একসঙ্গে অনেক জিবি বেঁচে যায়। তবে মনে রাখবেন, অ্যাপ ব্যবহারের সঙ্গে সঙ্গে ক্যাশে বাড়বে। এছাড়া আপডেটের সঙ্গে সঙ্গে ডেটা সাইজ বাড়বে।