অত্যন্ত জনপ্রিয় সাইবার সিকিউরিটি ফার্ম, কাস্পারস্কাই এদিন তাদের একটি নতুন রিপোর্টে সাধারণ মানুষের জন্য কিছু সতর্কবার্তা নিয়ে এসেছে।
আমাদের মধ্যে অনেকেই না চিন্তা করে যেকোনো অ্যাপ কে নিজের ফোনের এসএমএস, কল হিস্ট্রি, কন্টাক্ট, ফটো, অথবা ব্যাঙ্ক ডিটেলের অ্যাক্সেস দিয়ে দিই। কিন্তু এই অ্যাক্সেসের সাহায্যে সেই নির্দিষ্ট অ্যাপটি আমাদের জরুরী তথ্যগুলিকে আমাদের বিরুদ্ধেই ব্যবহার করতে পারে। দিন প্রতিদিন বেড়ে চলা ডেটা ব্রিচ এবং সাইবারক্রাইমের কারণে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে ইনফরমেশন অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আপনারা নিজেরাই একটি নির্দিষ্ট অ্যাপের ইনফরমেশন অ্যাক্সেস সাজাতে পারবেন। যেকোনো অ্যাপকে ইনফরমেশনের পারমিশন দিয়ে দেওয়া মানে এবার থেকে সেই অ্যাপটি আপনার সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে নিজের ক্লাউড স্টোরেজে আপলোড করে রাখতে পারবে আপনার অনুমতি ছাড়াই।
মনে রাখবেন যত কম অ্যাপকে আপনি আপনার তথ্যের অ্যাক্সেস দেবেন তত কম আপনার সাইবার হ্যাকড হয়ে যাবার সম্ভাবনা কমবে।