ইউটিউবে গান চালু থাকা অবস্থায় অন্য ওয়েবসাইটে ঢু মারেন অনেকেই। নতুন ট্যাব বা প্রগ্রাম চালু করলে গান শোনার সুযোগ মিললেও ভিডিও দেখা যায় না। চাইলে ক্রোম ব্রাউজারের ‘পিকচার-ইন-পিকচার মোড’ কাজে লাগিয়ে অন্য কাজ করার সময়ও স্ক্রিনের একপাশে ইউটিউব চালানো সম্ভব।
এ জন্য ইউটিউবে চালু থাকা ভিডিও স্ক্রিনের ওপর মাউসের ডান বাটন পর পর দুবার ক্লিক করতে হবে। প্রথমবার ক্লিক করলে ইউটিউবের বিভিন্ন অপশন দেখা গেলেও দ্বিতীয়বার ক্রোম ব্রাউজারের ‘পিকচার-ইন-পিকচার মোড’ দেখা যাবে। অপশনটিতে ক্লিক করলেই কম্পিউটারের স্ক্রিনের ডান পাশে ইউটিউবের ছোট স্ক্রিন চালু হবে।