অ্যাপলের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট সিরি। এই অ্যাসিসট্যান্টের সহযোগিতায় হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর যাবে। কলও করা যাবে। সুযোগ আছে ভিডিও কল করারও।
কোনো কারণে আইফোনের কি-বোর্ড কাজ না করলে কিংবা টাইপ করার সুযোগ, ইচ্ছা না থাকলে তখন সিরি ব্যবহার করে নানা কাজ করানো যাবে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহার।
সিরি চালু করবে যেভাবে
ভয়েস অ্যাসিসট্যান্ট সিরি চালু করতে আইফোনের সেটিংয়সে যান।
স্টেপ-১: iPhone সেটিংস > Siri ও খুঁজুন এ যান, এরপর “হাই Siri” এর জন্য শুনুন চালু করুন বা Siri এর জন্য হোম চাপুন > Siri সক্রিয় করুন।
স্টেপ-২: iPhone X, XS, XS Max ও XR এ: Siri এর জন্য পাশের বোতামটি চাপুন, এরপর Siri চালু করুন।
স্টেপ-৩: নিচের দিকে স্ক্রল করে WhatsApp ট্যাপ করুন, এরপর Siri দ্বারা ব্যবহার চালু করুন।
কীভাবে Siri ব্যবহার করবেন এবং Apple কীভাবে Siri এর মাধ্যমে পাঠানো ডেটা পরিচালনা করে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের জন্য Apple সহায়তায় ভিজিট করুন।