ফেসবুক, ই-মেইল থেকে শুরু করে অনলাইন ব্যাংকিং—বর্তমান সময়ে এসব দরকারি অনুষঙ্গই। এসবের জন্য পাসওয়ার্ড লাগবেই। তবে যে পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করছেন, সেটি কি সত্যিই নিরাপদ?
অনেকের মতে, অক্ষর (ছোট+বড়), সংখ্যা ও প্রতীকের সমন্বয়ে তৈরি সংকেতই নিরাপদ পাসওয়ার্ড। এটি কিন্তু সঠিক তথ্য নয়। তবে মনে রাখতে হবে, পাসওয়ার্ড ছোট-খাটো না হওয়াই ভালো।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, একটি পাসওয়ার্ডে কমপক্ষে ১৫টি অক্ষর ব্যবহার করা উচিত। লম্বা একটি সাধারণ ইংরেজি বাক্যই পাসওয়ার্ড হিসেবে নিরাপদ হতে পারে। তাহলে হ্যাকারদের তা অনুমান করা কঠিন হয়ে পড়বে।
উদাহরণ দেয়া যাক, Tr0ub4dor&3—এই পাসওয়ার্ডটি প্রতি সেকেন্ডে ১০০০ অনুমান করতে সক্ষম এমন কম্পিউটারের পক্ষে তিন দিনে বের করে ফেলা সম্ভব। অপরদিকে ‘correct horse battery staple’ এই পাসওয়ার্ডটি হ্যাক করতে ওই কম্পিউটারের ৫৫০ বছর সময় লেগে যাবে।
২০১৭ সালে আমেরিকান রিসার্চের প্রকাশিত একটি গবেষণাপত্রেও বলা হয় অক্ষর-সংখ্যা-প্রতীকের চেয়ে অনেক বেশি শক্তিশালী বাক্য পাসওয়ার্ড।