পৃথিবীতে আপনাকে আপনার চেয়ে ভালো কেউ জানে না, চেনে না৷ অথচ আমি যদি বলি আপনার এই ধারণাটি ভুল । আপনার কি মেনে নিতে কোন সমস্যা রয়েছে?
হ্যাঁ অবশ্যই সমস্যা থাকতেই পারে । নিজেকে নিজের থেকে ভালো কে চিনে বলুন?
গুগল চিনে!
কি শুনে অবাক হচ্ছেন তাই তো!
আপনাকে একটা উদাহরন দিচ্ছি । মনে করেন ২০২০ সালের ২৭ জানুয়ারি যদি আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ দিন না হয় তাহলে আপনি সেই দিন ইন্টারনেটে কি কি করেছেন সেগুলো হয়তোবা আপনার মনে থাকার কথা নয় । কিন্তু গুগোল কিন্তু ঠিকই জানেন আপনি ইন্টারনেটে সেইদিন কি কি কার্যকলাপ করেছেন!
মনে কোনও ২৭ শে জুন আপনি কোথায় গিয়েছিলেন এটি আপনার মনে নেই। তবে আপনার মোবাইলে যদি ইন্টারনেট সেবা এবং লোকেশন চালু থাকে তাহলে গুগল নিঃসন্দেহে জানতে পারবে আপনি ২৭ জুন কোথায় কোথায় গিয়েছিলেন ? এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত থেকে কি কি করেছেন?
গুগলকে পৃথিবীর সবচেয়ে বড় গোয়েন্দা বলা হয়! পৃথিবীর প্রায় অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীর একটি একটি জিমেইল আইডি রয়েছে৷ যেটি দিয়ে সে তার ডিভাইসে সাইন ইন করে। এবং বিভিন্ন ধরনের গুগল কেন্দ্রিক সুযোগ সুবিধা ভোগ করে। সেটা আমিও করি আপনিও করেন৷ কিন্তু মনের অগোচরে ঘটানো সকল কাজ খুব সযত্নে সংগ্রহ করে গুগল । এবং সংরক্ষণও করে রাখে৷
সুতরাং আজকের এই আর্টিকেলে আপনারা জানতে চলেছেন গুগল আপনার কোন কোন ইনফর্মেশন জানে, এবং গুগল সেগুলো দিয়ে কিবা করে!
১.গুগোল জানে আপনি কি কি সার্চ করেন!
আপনার জিমেইল আইডি যদি আপনার ডিভাইসে সাইন আপ করা থাকে তাহলে গুগল সহজেই জানতে পারবে আপনি আপনার সেই ডিভাইস দিয়ে গুগলে কোন কোন ধরনের তথ্য অনুসন্ধান করেছেন । অনেক সময় গুগোল এই তথ্যগুলো কে গোয়েন্দা কাজে ব্যবহার করে থাকে৷ সুতরাং কখনোই গুগলে সন্ত্রাসবাদ জাতীয় কী ওয়ার্ড দিয়ে তথ্য অনুসন্ধান করা থেকে বিরত।
যেমন : বোমা কিভাবে তৈরি করে?
যদি আপনার কাছে এগুলো ফাঁকা বাজ গল্প বলে মনে হয় তাহলে এই লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন: activity.google.com
২. গুগল জানে, আপনি কোথায় যান?
আপনার আইসিটি ডিভাইসের লোকেশন এবং ইন্টারনেট সেবা চালু থাকলে সহজেই গুগল বুঝতে পারবে আপনি কোন খানে গিয়েছিলেন।
মাঝেমধ্যেই আপনি কোন জায়গা থেকে ঘুরে আসলে গুগল ম্যাপ থেকে এ ধরনের নোটিফিকেশন পেতে পারেন :
” how was your experience, share with us “
আপনি যে জায়গা থেকে একটু আগে ঘুরে আসলেন গুগোল সে জায়গার রিভিউ জানতে চায়।
৩.গুগল ট্রান্সলেট দিয়ে পোস্ট ইউনিক করার ধান্দা? গুগোল কিন্তু সব জানে!
অনেকে গুগল ট্রান্সলেট ব্যবহার করে পোস্ট ইউনিক করতে চায় । এবং ভাবে গুগল এডসেন্স এ উত্তীর্ণ হতে পারবে। যেহেতু গুগল ট্রান্সলেট এবং গুগল এডসেন্স দুইটি গুগলের ফিচারস সুতরাং গুগোল ইচ্ছা করলেই জানতে পারবে যে আপনার ব্লগের পোষ্টগুলি ট্রান্সলেট কিনা?
৪.গুগল আপনার ফোনের শর্ট মেসেজ এবং কল হিস্টরি সম্পর্কে অবগত!
দিনের একটি নির্দিষ্ট সময়ে ইন্টারনেট সেবা চালু করলে গুগোল আপনার ফোনের সকল কল হিস্টরি এবং সব এসএমএস গুলো তাদের স্টোরেজে আপলোড করে নেয়৷ এগুলোকে অনেক সময় গুগল গোয়েন্দা কাজে ব্যবহার করে৷
গুগল আপনার ইনফোরমেশন দিয়ে কি করে? এবং গুগলের তথ্য ফাঁস কেলেঙ্কারি :
গুগল বলতে গেলে আপনার সব ধরনের ইনফরমেশন জানে। গুগল এগুলো দিয়ে কি করে?
গুগল আসলে জানতে চায় আপনি কোন কোন বিষয়ে আগ্রহী । এবং সেই অনুযায়ী বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আপনাকে দেখায়৷ যেগুলোর মাধ্যমে গুগল এবং বিজ্ঞাপনদাতা উভয় বেনিফিটেড হবে৷ তবে বেশ কিছুদিন আগে গুগলের তথ্য ফাঁস কেলেঙ্কারি একটি সমালোচনার সৃষ্টি করে । গুগল নাকি ” আপনার ইনফর্মেশন অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে! ” এমন বিভিন্ন ধরনের বিবৃতি শোনা যায়৷