কোডিং সম্পর্কে আমাদের প্রায় সবারই কিছু ভুল ধারণা আছে। যেমন কোডিং শুধু ভাল কোন ইউনিভার্সিটির সিএসই তে পড়েই শেখা যায় অন্য জায়গা থেকে শেখা গেলেও তেমন ভাল করে শেখা যাবে না। যদি এমন ধারণা আপনারও থেকে থাকে তাহলে বলব যে আজকে এখনই এই ভুল ধারণা বাদ দিন। কারণ অনেকেই সিএসই তে পরে কিন্তু কোডিং এর মূলত কিছুই পারে না। আর অনেকেই আছে যারা সিএসই তে না গিয়েই শুধু ইন্টারনেটে বিভিন্ন কোর্স ঘেটে বেশ ভালই কোডিং শিখে গেছে তাও আবার কয়েক মাসের মধ্যেই।
যেমন আমি নিজেই এখনো সিএসই তো দূরে থাক বিশ্ব বিদ্যালয়েই ভর্তি হই নি তাও শুধু ইউটিউব আর বিভিন্ন ওয়েবসাইট ঘেটে একজন ভাল মানের কোডার হয়ে গেছি। এখন অনেক সিএসই শিক্ষার্থী আমার কাছে সমস্যার সমাধান চায় এই কোডিং বিষয়ক। তবে আমার কোডিং শিখতে বেশ সময় লেগেছিল কারণ আমি প্রথমে বুঝি নি যে আসলে কোন জায়গা থেকে শেখা ঠিক হবে। কারণ প্রথমে আমি এই বিষয়েই ভাবিনি যে আমি কোডিং শিখে কী করব?কখনো মনে হতো অ্যাপ্লিকেশান বানাবো আর কখনো মনে হতো ওয়েবসাইট বানাবো। আর দুইটারই মৌলিক ধাপ শেষ করার পরে আমি বুঝলাম যে অ্যাপ্লিকেশান বানানোর চাইতে ওয়েবসাইট বানানো সহজ আর চাহিদাও ওয়েবসাইট বানানোরই বেশি তাই ওয়েব ডেভেলপমেন্ট এর দিকে এগিয়ে গেলাম।
আর অবশেষে আমি একজন ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভেলপার যাকে সহজ ভাষায় ওয়েব ডিজাইনার বলা হয়। তবে আমি কোডিং শিখতে গিয়ে বেশ কিছু ভুল করেছিলাম যার কারণে আমার সময় একটু বেশিই লেগেছিল তবে সেই অভিজ্ঞতা থেকে যে আমি অনেক কিছুই শিখেছি যা আমার দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করে।
আর যদি কোডিং শিখতে চান, তাহলে আপনি আজই কাজে লেগে পরুন কারণ একটা শুমারিতে দেখা গেছে যারা নিজে নিজে কোডিং শিখে তাদের ভিত্তি অন্যান্য কোডারদের ভিত্তি থেকে বেশি মজবুত আর নিজে নিজে শেখা কোডাররা অন্য ধরণের কোডারদের তুলনায় বেশি সফল।আর এখন বিভিন্ন ওয়েবসাইট আপনাকে কোডার হিসেবে সার্টিফিকেট দিবে যার জন্য আপনাকে কিছু পরিমাণ অর্থও দিতে হতে পারে।তবে ভাববেন না যে টাকা দিলেই তারা সার্টিফিকেট দিবে।আপনাকে তাদের সার্টিফিকেশন চ্যালেঞ্জ কমপ্লিট করে দেখাতে হবে তারপরে তারা সেটা যাচাই করে সিদ্ধান্ত নিবে যে আপনাকে তারা সার্টিফিকেট দিবে কিনা।
তাই যদি মনে করেন, সিএসই ছাড়া ভালমত কোডিং শেখা সম্ভব না অথবা নিজে নিজে কোডিং শিখে কিছুই করা যায় না তাহলে আপনার এই ভুল ধারণা বাদ দিন আর শেখার আগ্রহ থাকলে শিখে ফেলুন অনেক কাজে দিবে আর তেমন একটা কঠিনও নয়।