অনেক মানুষ অনেক রকম মাউস ব্যবহার করে থাকেন কিন্তু আপনার জন্য আসলে কেমন মাউস লাগবে সেটা কিন্তু আপনি নাও জানতে পারেন। অবে চলুন জেনে নেওয়া যাক আপনার প্রয়োজন অনুযায়ী কেমন মাউস আপনার কেনা উচিৎ।
সবার আগে জানতে হবে যে আপনার বাজেটে কত টাকা আছে। কারণ একই কাজের জন্য অনেক রকম মাউস থাকতে পারে কিন্তু সব মাউস আপনার বাজেটে কুলাবে না। মাউস কেনার আগে অবশ্যই বাজেট ঠিক করতে হবে।
এবার ঠিক করতে হবে যে আসলে আপনি এই মাউস দিয়ে প্রধাণত কিসের কাজ করবেন। যদি রেগুলার ইউস হয় তাহলে নরমাল সেন্সিটিভিটির যেকন মাউস হলেই চলবে আর যদি একটু আর্টিস্টিক কাজ করতে চান তাহলে আপনার মাউসের সেন্সিটিভিটি একটু বেশি হতে হবে। কারণ একই দামের একটা মাউস নড়াতে কষ্ট হয় আর আরেকটা নড়াতে গেলে নড়েই না বলা যায়। আর যদি আপনি গেমিং করতে চান তাহলে আপনাকে গেমিং মাউস কিনতে হবে। কারণ এই মাউসগুলো বানানোই হয়েছে গেমিং করার জন্য।
আর আরেকটা বিষয় হলো মাউসপ্যাড নির্বাচন। যদি আপনি আর্টিস্টিক কাজ বা গেমিং কুরতে চান তাহলে অবশ্যই একটা ভাল মানের মাউসপ্যাড ব্যবহার করতে হবে। এতে আপনার সেন্সিটিভিটি বেশ ভালোভাবে চলবে।
মাউস কেনার আগে উপরের বিষয়গুলো মাথায় রাখুন। এতে আপনি মাউসসের মাধ্যমে বেশ সুবিধা করতে পারবেন।