আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে অ্যাপেল আইফোন শুরু থেকেই তাদের ফোনে নন-রিমুভেবল ব্যাটারি ব্যবহার করে আসছে। তাতে কিন্তু কারো কোন মাথার ব্যাথা ছিল না। কিন্তু যেই স্যামসাং তাদের গ্যালাক্সি এস৬ ফোনে নন-রিমুভেবল ব্যাটারি ব্যবহার করে দিল তাতেই হাজারটা মন্তব্যের সূচনা ঘটতে আরম্ভ করে দিল। যাই হোক, অনেক ব্যবহারকারীর মনে প্রশ্ন থাকে যে নন-রিমুভেবল ব্যাটারি ওয়ালা ফোন বেশি ভালো না রিমুভেবল ব্যাটারি ওয়ালা ফোন বেশি ভালো? আবার আমরা প্রায় সবাই মানুষের শোনা কথা নিয়ে বেশি নাচতে পছন্দ করি।
আপনাকে হয়তো কোন বন্ধু এসে বল্ল যে নন-রিমুভেবল ব্যাটারি ফোন একদম বেকার, ব্যাটারি খোলা যাবে না, একদমই কেনা উচিৎ নয়। আর সেটা শুনে আপনিও তালে তাল মেলালেন। আর আপনিও আরো ১০ জন বন্ধুকে গিয়ে একই গান শুনালেন।
নন-রিমুভেবল ব্যাটারির প্রয়োজনীয়তা –
১। ডিজাইন সুন্দরের জন্য। আগে যে রিমুভেবল ব্যাটারীগুলা ছিল সেগুলো দেখতে স্লিম ছিল না এবং ভারী ছিল। তাতে করে সেটের লুকিং সুন্দর হতো না সাথে ওজনে বেশি হতো।
২। আগে রিমুভেবল ব্যাটারী নষ্ট হলে পরে আবার বাজার থেকে কিনে আনলে দেখা যেত ব্যাটারী কোয়ালিটি খারাপ হতো বেশিরভাগ এবং ব্যাটারী ফুলে যেত। তো কোম্পনী এইজন্য এসব ভেবে একদম সিল্ড ব্যাটারী লাগিয়ে দেয়।
৩। আর একটা কারণ হচ্ছে- নন-রিমুভেবল ব্যাটারীতে সমস্যা হলে যেন কাষ্টমার বাজারে অন্য দোকান থেকে না কিনে (নকলের জন্য) একদম সার্ভিস সেন্টার থেকে ঠিক করে অরিজিনালটা নিতে পারে।