মোবাইল ফোনের বর্তমান জগৎে ‘আইফোন’কে চিনেনা এমন লোক খুব কমই আছে। দামী বাজেটের মধ্যে ভালো মানসম্পন্ন কোনো মোবাইল ফোন যদি থেকে থাকে, তবে তার মধ্যে অবশ্যই সবার উপরে থাকবে এই ‘আইফোন’৷ এই ফোনের ব্র্যান্ড ‘অ্যাপল’ অনেকে বিখ্যাত একটি মোবাইল ব্র্যান্ড। রিসেন্টলি এই ব্র্যান্ড তাদের একটি ফোন বাজারে ছেড়েছিলো। যেটার নাম ‘আইফোন ১২’। ফোনটির রিভিউ ছিলো অসাধারন। ফোনটি নিয়ে খারাপ রিভিউ খুব কমই এসেছে বলা যায়। তো অনেকেই এই ফোনটিকে ব্যাবহার করে জেনে গেছে এর ভিতরে কি কি আছে। কিন্তু, এমন কিছু জিনিস আছে এই ফোনে সেগুলো হয়তো এখনও আপনার জানা নেই। আজ কথা বলবো সেই জিনিস গুলো নিয়েই। ‘আইফোন ১২’র ৬টি টিপস & ট্রিকস নিয়েই আজকের এই লেখাটি।
চলুন নিচে গিয়ে দেখে আসি সেগুলোঃ⤵️
১. পিছনের বাটন চাপের কাস্টমাইজঃ
অনেকেই হয়তো জানেননা, ‘আইফোনে’র পিছনে একটি বাটন রয়েছে। যেটা কাস্টমাইজও করা যায় দুইবার অথবা তিনবার চাপ দিয়ে।
এজন্য চলে যান আপনার আইফোন এর সেটিংসে। এরপর চাপ দিবেন ‘অ্যাকসেবিলিটিস’ অপশনে। সেখানে গেলেই পেয়ে যাবেন আপনার ফোনটির টাচের অপশন। সেখানে গেলে দেখবেন ব্যাক ট্যাপ নামের একটি অপশন রয়েছে। সেখানে ডাবল ট্যাপ অথবা ট্রিপল ট্যাপে চাপ দিলেই সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে।
২. স্পটলাইট সার্চঃ
আপনি আপনার আইফোনে যেকোনো অ্যাপস সার্চ করতে পারবেন সেটায় প্রবেশ না করেই। অথবা কোনো কিছু চ্যান্জ করার জন্য কোথাও যাওয়ার দরকার নেই। শুধু স্ক্রিনের উপরের অংশ টেনে, যেটা করতে চাচ্ছেন সেটা সার্চ দিয়ে করে ফেলুন কাজটি।
৩. ছবি তোলার মধ্যেই ভিডিও রেকর্ডঃ
অনেকেই হয়তো জানেনা ‘আইফোনে’ যেভাবে ছবি তোলা যায়, সাথে সাথে তখনই আবার ভিডিও করা যায়।
এজন্য আপনাকে ছবি তোলার চিহ্নটিতে চাপ দিয়্র ধরে রাখতে হবে অথবা সেই চিহ্নটি চাপ দিয়ে ডান পাশে সরিয়ে নিয়ে আসলেও হবে। দুটি টিপসেই ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে।
৪. ভিডিও রেকর্ডেই রেজুলেশন পরিবর্তনঃ
আইফোনের এই ট্রিকসটি ট্রিকস টিও অসাধারন। ভিডিওর রেজুলেশন সেটিংসে না গিয়েই পরিবর্তন করতে পারবেন। এটাও একদম সহজ।
এজন্য, ভিডিও রেকর্ডিং এ স্ক্রিনের উপরে ডান পাশেই রেজুলেশনের নাম দেখতে পারবেন৷ শুধু সেগুলোর উপরে টাচ করলেই পরিবর্তন হওয়া শুরু করবে রেজুলেশন।
৫. মিউজিক রিকগনিশনঃ
আপনি আপনার আইফোনে কোনো এক মিউজিক ভিডিও শুনছেন। সেই ভিডিওটি আপনি আপনার সুবিধামতো রিকগনিশন করতে পারবেন। এজন্য ফোনের সেটিংসে গিয়ে আপনাকে যেতে হবে কন্ট্রোল অপশনে। সেখানে মিউজিক রিকগনিশন অপশনটি অন করে দিলেই, আপনি আপনার সুবিধামতো মিউজিক ভিডিও রিকগনাইজ করে নিতে পারবেন।
৬. চার্জিং সাউন্ডঃ
আমাদের ফোনে অনেক সময়ই থাকে অনেক অ্যাপস। যেগুলো ফোনেরই হয়ে থাকে। আইফোনেও এরকম কিছু অ্যাপস রয়েছে। যার মাধ্যমে আপনি এই ফোনে কাস্টমাইজ অটোমেশিন করে নিতে পারবেন। যেখানে যাওয়ার পর চার্জিং সাউন্ডের অপশনে চাপ দিয়ে অন করে নিতে পারবেন এর সাউন্ড।