ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার গুলো যেনো এন্ড্রোয়েড ব্যবহারকারীদের জন্য একটি আশীর্বাদ হয়ে এসেছে । কেননা পৃথিবীতে যত ঝামেলা বহুল কোন কাজ থেকে থাকে তা হলো ফোন চার্জ দেওয়া। একটা সময় ছিল যখন ঘন্টার পর ঘন্টা ফোন চার্জে দেওয়ার পরেও খুব একটা ব্যাক-আপ পাওয়া যেত না । ব্যবহারকারীরা তবে ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পূর্ণ চার্জার এর আশীর্বাদে এখন ফোন চার্জের দেওয়াটা একটা মামুলি ব্যাপার।
কোথা থেকে এলো ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার?
বিশ্বের বিভিন্ন প্রান্তে ফাস্ট চার্জিং টেকনোলজির সম্পন্ন চার্জারটি বিভিন্ন নামে পরিচিত ।শুধু বিভিন্ন প্রান্তে নয় বরং বিভিন্ন কোম্পানির কাছে ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার বেশ কয়েকটি নাম ধারণ করেছে। তবে নাম দেয়া হোক না কেন তাতে সাদৃশ্যপূর্ণ বিষয়টি হলো ফাস্ট চার্জিং টেকনোলজি।
২০১৩ সালে প্রথমবারের মতো একটি প্রজেক্ট এর দরুন বাজারে ১০ ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্যাটারি চার্জার নিয়ে আসে কোয়ালকম ।
এর পূর্বের চার্জার গুলো সাধারনত পাচ ওয়াট বা ৩ ওয়াটের ছিল ।সুতরাং কোয়ালকম প্রথমবারের মতো ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পর্কে চার্জার বাজারে লঞ্চ করার মাধ্যমে বেশ আলোচনা জন্ম দেয়।
সেই সময় একটি গুজব বেরিয়েছিল। যদি কোন ফোন ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার দিয়ে চার্জ দেওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে ফোন ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে গুজব ছড়ানোর পর ধীরে ধীরে মার্কেট ছাড়তে শুরু করে কোয়ালকম ।
তবে একপর্যায়ে ঝোক সামাল সামাল দিয়ে পুনরায় নিজেদেরকে মার্কেটে ফিরিয়ে আনেন ।
একটি ফাস্ট চার্জিং টেকনোলজির সম্পূর্ণ চার্জারের ওয়াট যত বেশি হয় সে ততো দ্রুত চার্জ করতে সক্ষম হয়। তবে অনেকাংশে একটি ব্যাটারি ক্যাপাসিটর এর উপর নির্ভর করে।
এখন প্রশ্ন আসতে পারে, ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার দিয়ে যদি আমি কোন সাধারণ ফোন চার্জে দেই তাহলে সেই ক্ষেত্রে সেটি কতটুকু কার্যকর হবে?
সত্যি বলতে ,যেসকল ফোন ফাস্ট চার্জিং টেকনোলজিকে সাপোর্ট করে না সেই সকল ফোনে ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার ব্যবহার করে খুব একটা সফলতা পাওয়া যায় না ।সুতরাং কেবলমাত্র সেই সকল ফোনে ফাস্ট চার্জিং চার্জার ব্যবহার করুন, যেসকল ফোন ফাস্ট চার্জিং টেকনোলজি কে সমর্থন করে। অবশ্য বর্তমান সময়ে মিড রেঞ্জের অধিকাংশ ফোনে ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার সাপোর্টেড ।
এখন কথা আসতে পারে, এর ফলে কি কোন ফোনের ক্ষতি হতে পারে?
সচরাচর ফোনের ক্ষতি হওয়ার খুব একটা সম্ভাবনা থাকেনা ।কারণ ফোনের ভেতরে এক ধরনের টেকনোলজি থাকে ।যেটি নির্দিষ্ট পরিমাণের চার্জ গ্রহণ করতে সক্ষম। এর বেশি চার্জকে সে খুব সহজে পাওয়ার আপ করে দিতে পারে ।
তবে যে কোন ফোনে ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার ব্যবহার করাটা রিকমেন্ডেড না। আর এমনিতেও নির্দিষ্ট ফোনের ক্ষেত্রে সেই ব্র্যান্ডের নির্দিষ্ট চার্জার ব্যবহার করাটাই সবচেয়ে বেশি শ্রেয়।