আমরা এর আগেও বেশ কিছুবার এই ব্যকলাইট ব্লিড কথাটা বলেছি কিন্তু বলিনি যে আসলে এই ব্যাকলাইট ব্লিড কী জিনিস? চলুন জেনে নেই এই সম্পর্কে।
এই কথাটার নামেই আছে এই কথার অর্থ। ব্যাকলাইড ব্লিড মানে মনিটরের রক্তক্ষরণ মনে করতে পারেন। মনিটরের পেছনে থাকে লাইট যা ব্যাকলাইট নামে বেশি পরিচিত। এলইডি মনিটরের পেছনে থাকে এলইএডি লাইট এবং এলসিডি মনিটরের পেছনে থাকে ফ্লুরোসেন্স লাইট। একে আমরা সাধারণত টিউব লাইত নামে জেনে থাকি। আর ২টার সামনেই লিকুইড ডিস্প্লে থাকে। যখন এই লিকুইড ডিস্প্লে বেজেলের সাথে ভালমত লাগানো থাকে না তখনই ব্লিডিং এর মত সমস্যা দেখা দেয়।
এবার চলুন জেনে নেই যে ব্যাকলাইট ব্লিড থাকলে কী কী সমস্যা হয় বা হতে পারে। ব্যাকলাইট ব্লিড থাকলে আপনার মনিটর ঘোলাটে দেখাবে। হ্যাঁ, যদিও ব্লিডিং মনিটরের সাইড দিয়ে হয় তবুও আপনার মনিটর মাঝামাঝি জায়গাও ঘোলাটে দেখাতে পারে এই ব্লিডিং এর কারণে। আর এইরকম ঘোলাটে হওয়ার পাশাপাশি আপনার মনিটরের পিকচার কোয়ালিটিও খারাপ হয়ে যায়। যা দেখতে একেবারেই বিরক্তিকর লাগে।
ব্যাকলাইট ব্লিডিং অনেকদিন ধরে ব্যবহারের ফলে হয় না। বরং এটা হয়ে থাকে কোন নির্দিষ্ট মনিটর বা নির্দিষ্ট ইউনিটে। তাই যদি আপনি হঠাৎ করে ব্লিড খেয়াল করেন সেটা আপনার অনেকদিন ধরে ব্যবহার এর ফলে নাও হতে পারে।
এবার চলুন জেনে নেই কিভাবে আপনি বুঝবেন যে আপনার মনিটরের ব্যাকলাইট ব্লিড করছে। সবার আগে আপনাকে আপনার ঘর পুরাই অন্ধকার করতে হবে। তাছাড়া এটা বোঝা কঠিন। এর পরে গুগলে backlight bleed test লিখে সার্চ করুন। সার্চ করার পরে সবার উপরে যে লিঙ্ক থাকবে সেটাতে গিয়ে দেখুন ক্লিক মি নামে একটা জায়গা আছে। সেখানে ক্লিক করুন। এতে আপনার মনিটর পুরাই কালো হয়ে যাবে। যদি আপনি আপনার ডিস্প্লের বেজেলের দিকে কিছু সাদা দাগ দেখতে পান এবং আপনি নিজের জায়গা বদলালেও যদি সেগুলো তাদের অবস্থানেই থাকে তাহলে সেটাই ব্যাকলাইট ব্লিড। আর যদি আপনার অবস্থা পরিবর্তনের সাথে সাথে সেই সাদা দাগের অবস্থানেরও যদি পরিবর্তন ঘটে তাহলে আপনার কোন সমস্যা নেই। সেটা প্রায় সব মনিটরেই থাকে যা প্রকৃতপক্ষে কোন সমস্যা না।
এই সমস্যা পুরা পুরি সমাধানের কোন উপায় নেই। তবে কিছু কাজ করে আপনি এই সমস্যা কমাতে পারেন। যদি আপনার মনিটরের পেছনের স্ক্রু ঢিল থাকে তাহলে সেটা টাইট করতে পারেন। আপনি মাইক্রোফাইবার এর কাপড় দিয়ে যেখানে ব্লিড হচ্ছে সেখানে একটু ঘষতে পারেন। আর যদি সম্ভব হয় তাহলে ব্রাইটনেস কমিয়ে রাখুন, এতে ব্লিড কিছুটা কমতে পারে।
তো এই ছিল ব্যাকলাইট ব্লিড সম্পর্কে বিস্তারিত। তবে আপনি যদি এর থেকে পুরোপুরি পরিত্রান পেতে চান তাহলে আপনার উচিত নতুন করে এক মনিটর বা টিভি কেনা যেখানে এই ব্লিডিং এর সমস্যা নেই। আপনাকে এর জন্য ওলেড প্যানেলের মনিটরও কিনতে হতে পারে যদি আপনি একেবারেই ০ ব্লিডিং চান। আর মনিটর কেনার উপরে আমাদের এক গাইডলাইন আছে, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন।