আমরা অনেকেই ডেস্কটপ বা ল্যাপটপে মাউস ব্যবহার করে থাকি। তবে আমরা অনেকেই এমন আছি যারা মাউস ব্যব্যহার করতে মাউসপ্যাড ব্যবহার করি আবার অনেকেই করি না। তবে চলুন জেনে নেই কেন মাউসপ্যাড দরকারি এবং মাউস ব্যবহার করতে এর প্রয়োজনিয়তা আছে কিনা।
চলুন আগে জেনে নেই যে মাউসপ্যাড আসলে কী জিনিস এবং এটা দিয়ে কী হয়? আসলে মাউসপ্যাড নামের মধ্যেই এর কাজ ও পরিচয় আছে। এই নামের ২টা অংশ যার ১ম অংশ হলো মাউস মানে আমাদের কম্পিউটার তথা ডেস্কটপ বা ল্যাপটপের মাউস এবং পরের অংশটি হচ্ছে প্যাড। আর এই ২টা ভিন্ন শব্দ মিলে যেটা তৈরি করে তাকে বলে মাউসপ্যাড। মাউস ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি প্যাডকে মাউসপ্যাড বলে।
আর এই বিশেষভাবে তৈরি প্যাডের বেশ কিছু উপকারিতা আছে যা আমরা অনেকেই জানি না বা ভুল বুঝে থাকি। সবার আগে আমাদের যেটা উপকারে আসে সেটা হলো মাউস কম ময়লা হয়। কেননা আপনি যখন মাউসপ্যাড ছাড়াই মাউস ব্যবহার করবেন তখন যেখানে মাউস ব্যবহার করছেন সেখানে সাধারণত ময়লা বা ধুলা পরে থাকার সম্ভাবনা বেশি। আর যখন আপনি সেখানেই বার বার মাউস নরাবেন তখন সেই ময়লাগুলো মাউসের নিয়ে লেগে যাবে। আর এই ময়লা মাউসের নিচে শুধু কিছু বিশেষ বিশেষ যায়গাগুলোতেই লাগে। আর এইরকম জায়গাগুলো পরিষ্কার না রাখলে বেশ কিছু সমস্যা হতে পারে। তবে সেই সমস্যাগুলো নিয়ে পরে কথা বলব।
আমরা মাউসপ্যাড ব্যবহার না করলে কী হয় সেটা জানতে পারলাম। এবার চলুন জেনে নেই যে মাউসপ্যাড ব্যবহার করলে কী কী হতে পারে। প্রথমত যা বললাম যে আপনার মাউস বেশ পরিষ্কার থাকতে পারে। তবে যদি আপনি নিয়মিত আপনার মাউসপ্যাডও পরিষ্কার না করেন তাহলে এটা ঠিকমত কাজেই আসবে না। আর আপনি যদি নিয়মিত এই মাউসপ্যাড পরিষ্কার করেন থাহলে আপনার মাউস পরিষ্কার থাকবে এবং পাশাপাশি আপনি মাউসে বেশ ভাল সেন্সিটিভিটি পাবেন।
তবে হ্যাঁ, যদি আপনি খবরের কাগজ বা এমনি এমনি নিজেই বাসার যেকোন কিছু দিয়ে মাউসপ্যাড বানান তাহলে এর বিপরিত ঘটনাও ঘটার সম্ভাবনা আছে। তাই দোকান থেকে সঠিক মাউসপ্যাড কিনুন এবং আপনার মাউস ও মাউসপ্যাডের যত্ন নিন।