ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিজের ‘মোস্ট অ্যাওয়েটেড’ ফিচারের পর্দা ফাঁস করল। যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজের আইওএস-এর চ্যাট সহজেই অ্যানড্রয়েড ফোনে ট্রান্সফার করতে পারবেন। এর মধ্যে সব ভয়েস নোট, ফটো আর চ্যাট থাকবে। দীর্ঘদিন ধরে এই ফিচারের সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছিল।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্রায়ই চ্যাট হিস্ট্রি ট্রান্সফারে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। অপারেটিং সিস্টেম পরিবর্তনের ফলে পুরো চ্যাট হিস্ট্রি হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। যদিও এবার আর সেই সমস্যায় ভুগতে হবে না ইউজারদের এমনটাই জানিয়েছে সংস্থা।
আপনি এখন খুব সহজেই আইফোন থেকে স্যামসাং-এ হোয়াসঅ্যাপ চ্যাট হিস্ট্রি সুরক্ষিতভাবে ট্রান্সফার করতে পারবেন। আপনি আপনার অ্যাকাউন্টে থাকা সকল তথ্য, প্রোফাইল ফটো, ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট, চ্যাট ইতিহাস, মিডিয়া এবং সেটিংস স্থানান্তর করতে পারেন।
আইফোন থেকে একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে সহজেই চ্যাট হিস্ট্রি পাঠানো যাবে বলেই জানান হয়েছে। তবে এটি করার জন্য আপনাকে যা করতে হবে তা হল একটি ইউএসবি-টাইপ সি কেবল দিয়ে ট্রান্সফার। আপাতত হোয়াটসঅ্যাপ স্যামসাং ফোনে ডেটা পাঠানোর অনুমতি দিয়েছে।
হোয়াটসঅ্যাপ চ্যাট মাইগ্রেশন ফিচার চালু করার বিষয়ে একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ‘আমাদের কাছে সবচেয়ে বেশি অনুরোধ করা ফিচারগুলোর মধ্যে একটি হল ফোন স্যুইচ করার সময় একটি অপারেটিং সিস্টেম থেকে অন্য অপারেটিং সিস্টেমে চ্যাট হিস্ট্রি পাঠানো। আমরা অপারেটিং সিস্টেম এবং ডিভাইস নির্মাতাদের সঙ্গে বসে একটি সুরক্ষিত এবং নিরাপদ উপায় বের করার চেষ্টা করেছি। সেই ভাবনাই সফল হতে চলেছে। চ্যাট হিস্ট্রিতে ফটো, ভিডিও থাকবে যা এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে নিয়ে নেওয়া যাবে।’
প্রাথমিকভাবে যে কোনও স্যামসাং ডিভাইসে এই সুবিধা পাওয়া যাবে। তবে শীঘ্রই আরও অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সুবিধা আসতে চলেছে। আইফোন থেকে স্যামসাং ফোনে ডেটা ট্রান্সফার করতে ব্যবহারকারীদের একটি ইউএসবি-সি তারের প্রয়োজন।
আইফোন থেকে অ্যানড্রয়েড ফোনে চ্যাট পাঠাবেন যেভাবে
প্রথমে ফোনটি চালু করুন এবং আপনার আইফোনের সঙ্গে এইএসবি-সি কেবলটি লাগিয়ে নিন।
স্যামসাং স্মার্ট সুইচ অ্যাপ আপনাকে কিছু নির্দেশ দেবে তা দেখে নিয়ে ক্লিক করুন
আইফোনের ক্যামেরা ব্যবহার করে নতুন ডিভাইসে প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করতে বলা হবে।
সেট আপ করার পরে, হোয়াটসঅ্যাপ খুলুন এবং আপনার পুরানো ডিভাইসে ব্যবহৃত একই ফোন নম্বর ব্যবহার করে লগ ইন করুন।
ইম্পোর্ট অপশন ক্লিক করুন এবং চ্যাট ব্যাকআপ নিন।