অনেক সময় ভালো ব্যাটারি ব্যাকআপ সম্পন্ন করেও আশানুরূপ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না । অবশ্য এর কারণে অনেক সময় আমরা স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান কে দোষারোপ করি বটে, কিন্তু আমাদের ব্যাটারি লাইফ টাইম নষ্ট করার জন্য আমরা নিজেরাই দায়ী ।
আর তাই এই আর্টিকেলে ফোনে দীর্ঘ সময় যাবত ব্যাটারি ব্যাকআপ পাবার 5 টি অসাধারন টিপস শেয়ার করা হয়েছে,যাতে করে আপনার স্মার্টফোনের ব্যাটারি লাইফ করতে পারেন ।
১.ফোনের লোকেশন অথবা ব্লুটুথ অফ করে রাখুন
ফোনের ব্লুটুথ অথবা লোকেশন এই দুইটি ফিচার্স প্রচুর পরিমানে চার্জ খরচ করে।সুতরাং প্রয়োজন ছাড়া এই দুইটি অপশন অন করে রাখার কোনো যৌক্তিক কারন নেই।
প্রয়োজন না পড়লে ফোনের এরোপ্ল্যান মুড অন করে রাখতে পারেন।
২.থার্ড পার্টি সাইট থেকে এপস ইন্সটল না করা
খুব প্রয়োজন না পড়লে থার্ড পার্টি সাইট থেকে এপস ইন্সটল না করাই ভাল। সচারচর এইসকল এপস গুলো অনেক চার্জ কনজিউমিং হয়ে থাকে । এবং তার পাশাপাশি ম্যালোয়ার ছড়ানোর ভয় থাকে । গুগল প্লে স্টোরে এমন কোনো এপস নেই যেটি আপনার ব্যবহারের জন্য উপযুক্ত নয়।
কাজেই প্রয়োজন ব্যাতীত এইসকল সফটওয়্যার ব্যবহার না করাই সর্বোত্তম পন্থা !
৩. ক্লিনিং অ্যাপ ব্যবহার না করা
ফোনে আমরা অনেক সময় ক্লিনিং অ্যাপ ব্যবহার করে থাকি । যেগুলো আমাদের ফোনের ভাইরাস-ম্যালোয়ার এবং করাপটেড ফাইলগুলোকে ক্লিয়ার করে ফেলে।
সবচেয়ে মজার ব্যাপার হলো এই কাজটি করার সক্ষমতা আপনার ডিভাইসের নিজেরই রয়েছে,যদি আপনি হাল যুগের ফোন ব্যবহার করে থাকেন। কাজেই এই সকল অ্যাপ ব্যবহার করা অনর্থক !
৪. নাইট মুড অন করে রাখুন
ফোনের নাইট মুড বা ব্যাটারী সেভিং মুড অন করে রাখতে পারেন। এতে আপনার চোখ আপনার ফোনের ক্ষতিকর “রে” থেকে রেহাই পাবে । এবং ব্যাটারীর লাইফও বৃদ্ধি পাবে ।
৫.ব্রাইটনেস কমিয়ে রাখা
ইনডুরে ফোন ব্যবহার করতে অবশ্যই ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করবেন,যদি আপনি আপনার ফোনের ব্যাটারী লাইফ বৃদ্ধি করতে চান। এটি বেশ কার্যকর একটি পদ্ধতি । কেননা আপনার ফোনের অধিকাংশ ব্যাটারী কনজিউম করে আপনার ফোনের স্ক্রিন !
একটি বোনাস টিপস:
বর্তমানে অধিকাংশ ফোনে রিফ্রেশ রেট প্যানেল একটি বড় ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে। রিফ্রেশ রেট প্যানেল আপনার ফোনের ব্যাটারী লাইফ কমিয়ে দেওয়ার পেছনে অন্যতম একটি কারণ !
কাজেই আপনি যখন দেখবেন,আপনার ফোনের চার্জ অনেকটাই কমে এসেছে , অথবা রিফ্রেশ রেট প্যানেলের কারিশমা দেখার মতো কোনো কিছু আপনি আপনার ফোনে করছেন না – তখন আপনি চাইলে রিফ্রেশ রেট প্যানেল,সুইচ করে লো’তে নিয়ে আসতে পারেন।