এমোলেড নাকি আইপিএস কোনটি সেরা? ডিসপ্লে নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। বর্তমানে এই দুই প্রকার ডিসপ্লে সবচেয়ে বেশী ব্যবহৃত হয় এডভান্স ফোনগুলোতে ! কিন্তু কোনটি ভালো ? চলুন একটু তুলনা করে দেখা যাক !
এমোলেড ডিসপ্লে কেনো ভালো?
-
অনেক ডাইনামিক কালার পাওয়া সম্ভব!
-
মাল্টিমিডিয়া প্লার্ফম্যান্স দুর্দান্ত !
-
অনেক PUNCHY একটা কালার পাওয়া সম্ভব !
-
ডার্ক মোডে ব্যাটারী লাইফ বৃদ্ধি পায় – যা হেভি ইউজারদের জন্য বেশ কার্যকর !
-
খুব একটা ভারী না – লো ওয়েটেড – এর কারণে ফোনে জায়গা খুব কম দখল করে। এটি এমোলেড ডিসপ্লের সেরা এডভান্টেজ !
-
আল্ট্রা ব্ল্যাক বলে কিছু একটা রয়েছে যা এমোলেড ডিসপ্লের ক্ষেত্রে প্রযোজ্য !
-
কনট্রাস্ট রেশিও অনেকটাই কম !
কেনো এমোলেড ডিসপ্লে বাজে ?
-
প্রথমত ভেঙ্গে যেতে পারে খুব ইজিলি !
-
মোটেও ন্যাচরাল কালার পাওয়া সম্ভব নয় , একটু হলেও ন্যাচরালিটি ড্রপ করলেই !
-
স্ক্রিন বার্নিং এর প্রবল সম্ভাবনা রয়েছে !
এবার আসা যাক আইপিএস ডিসপ্লের ব্যাপারে !
আইপিএস ডিসপ্লে কেনো ভালো ?
-
ভিউয়িং এঙ্গেল অনেক বেশী ভালো ! কর্নার এরিয়া থেকেও যথেষ্ট ভালো দেখা সম্ভব।
-
কালার ন্যাচরালিটি ড্রপ করে না মোটেও
-
ডিসপ্লেতে ব্রাইটনেস অনেক বেশী – ব্রাইটনেস বেশী হওয়ার কারণে ইনডুর, আউটডুর দু জায়গাতেই পাবেন ভালো ডিসপ্লে পার্ফর্ম্যান্স !
-
বেশ মজবুত – হাত থেকে পড়ে গেলেও ভাঙ্গে না !
কেনো আইপিএস ডিসপ্লে হতে পারে মাথা ব্যাথার কারণ?
-
কনস্ট্রাস্ট রেশিও অনেকটাই কম !
-
অনেক ভারী ও মোটা হয় এবং ফোনের অনেকখানি জায়গা দখল করে ফেলতে পারে !
-
কালো রঙ কিছুটা ধূসর দেখায় !
দিনশেষে সবকিছুর বাছ-বিচারে কে সেরা – তার উত্তর এখনও দেওয়া মুশকিল! তবে গ্রাহক চাহিদার বিবেচনায় IPS তুলনামূলক এমোলেডের থেকে এগিয়ে থাকবে- কিছুটা হলেও !