যে কোনো স্মার্টফোন ব্যবহারের সময় ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ দেওয়ার ক্ষমতা ব্যবহারকারীর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যদি হয় আইফোন ১৪-এর মতো ফ্ল্যাগশিপ ডিভাইস, তাহলে তো ব্যবহারকারী ডিভাইসটি থেকে বাড়তি কিছু আশা করতেই পারেন। অ্যাপলের দাবি, আইফোনের আগের যে কোনো মডেলের তুলনায় আইফোন ১৪-এর ব্যাটারি ব্যাকআপ দেওয়ার ক্ষমতা সর্বাধিক।
যেসব কারণে ব্যাটারি বেশি খরচ হতে পারে :
১. আইফোনে ব্যাকআপ ফাইল রি-স্টোর করলে;
২. বড় সাইজের মাল্টিমিডিয়া ফাইল ডাউনলোড করলে;
৩. এমন অ্যাপ ব্যবহার করলে, যেগুলো সব সময় ডিভাইসের অবস্থান ট্র্যাক করতে থাকে;
৪. ডেটা রি-স্টোর করার সময় আইফোন তুলনামূলকভাবে বেশি গরম হতে থাকে এবং ব্যাটারি সক্ষমতা কমে আসতে থাকে।
পারফরম্যান্স বাড়াতে
১. আইফোনে সেটিংস ওপেন করে ‘ব্যাটারি’তে ট্যাপ করুন;
২. ‘ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং’-এ ট্যাপ করুন;
৩. ‘অপটিমাইজড ব্যাটারি চার্জিং’ অপশন চালু করুন।
দীর্ঘক্ষণ আইফোন ১৪ ব্যবহারের আরেকটি উপায় হচ্ছে ‘লো পাওয়ার মুড’-এ ডিভাইসটি ব্যবহার করা। এতে করে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রিফ্রেশ হবে না, মেইল ফেইচ এবং অটো-ডাউনলোডসহ বেশকিছু ফিচার বন্ধ হয়ে যাবে।
এ জন্য সেটিংস থেকে ব্যাটারিতে প্রবেশ করে ‘লো পাওয়ার মুড’ চালু করে দিলেই হবে।
এ ছাড়া আইফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে ডিভাইসটি ৮০ শতাংশের বেশি চার্জ দেবেন না। আইফোনে স্বয়ংক্রিয়ভাবে ৮০ শতাংশ চার্জ হয়ে গেলে বাকিটুকু চার্জ হওয়ার গতি কমে যায়।