প্রযুক্তির এ সময়ে স্ক্রিন রেকর্ডার নিত্যদিনের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন। কম্পিউটার বা ল্যাপটপে কোনো কাজের ভিডিও রেকর্ডের প্রয়োজন হয়। প্রায় সময় প্রয়োজনীয় ক্লাস বা ভিডিওর নির্দিষ্ট অংশ সংগ্রহে রাখতে হয়, তখনো সহায়ক স্ক্রিন রেকর্ডার। বিনামূল্যে কম্পিউটার বা ল্যাপটপে কীভাবে স্ক্রিন রেকর্ড করবেন? কিংবা কোন ফ্রি অ্যাপগুলোর মাধ্যমে সহজেই মোবাইল ব্যতীত অন্যান্য ডিভাইসে স্ক্রিন রেকর্ড করা যায়?
ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার (ওবিএস) : সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার। এটি দিয়ে স্ক্রিন রেকর্ডের পাশাপাশি অনলাইন স্ট্রিমিংও করতে পারবেন। যত ধরনের ফ্রি স্ক্রিন রেকর্ডার রয়েছে, এটি তার মধ্যে অন্যতম। এটি কোয়ালিটি ও ফিচার্সের দিক থেকে সেরা। যতটুকু সময় রেকর্ড করা দরকার ততটুকুই রেকর্ড করা যায় ওবিএস দিয়ে, নির্দিষ্ট সময় নির্ধারিত নয়। ইন্টারনাল ও এক্সটার্নাল মাইক্রোফোন সাউন্ড রেকর্ডিং করতে পারবেন খুব সহজেই। কোনো ওয়াটারমার্ক ছাড়াই আনলিমিটেড রেকর্ডিং ও স্ট্রিমিং করা যায়। সম্পূর্ণ অ্যাড ফির পাশাপাশি ওয়েবক্যাম ব্যবহার করা যায়।
ফ্রি ক্যাম : কম্পিউটারের জন্য ফ্রি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার এটি। ফ্রি ক্যাম সফটওয়্যারটি খুবই সাধারণ, যা দিয়ে স্ক্রিন রেকর্ডের পাশাপাশি ভিডিও এবং অডিও এডিটর হিসেবেও ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে সহজেই ভিডিওর যে কোনো অপ্রয়োজনীয় পার্টসগুলো ডিলেট করা যায়। এমনকি অডিওর নয়েস ক্লিয়ার ও একুয়ালাইজ করতে পারবেন। সফটওয়্যার ফ্রি হলেও অ্যাড ফ্রি ও নির্দিষ্ট টাইম লিমিট ছাড়াই কম্পিউটার ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করা সহজ। হাই কোয়ালিটি রিজল্যুশনের পাশাপাশি মাইক্রোফোন বা ডিভাইসের সাউন্ডে রেকর্ডিং করা যায়। ভিডিও শুধু ডব্লিউএমভি ফাইল ফরমেটে সেভ করা যাবে।
ফ্ল্যাশব্যাক এক্সপ্রেস : এই ফ্রি স্ক্রিন রেকর্ডারটি প্রায় ওবিএস স্টুডিওর মতো পাওয়ারফুল স্ক্রিন রেকর্ডার। এর ফ্রি এবং প্রিমিয়াম বা পেইড ভার্সন পাওয়া যায়। চাইলে ফ্রি ভার্সন দিয়েই কাজ করা যায়। ফ্রি ভার্সনের ব্যবহারের ফলেও ভিডিওতে ওয়াটারমার্ক থাকে না এবং টাইম লিমিট নেই। এটি ব্যবহার করা খুব সহজ। ইউসার ফ্রেন্ডলি, মাইক্রোফোন রেকর্ডিং, স্ক্রিন ও সাউন্ড রেকর্ডিং সুবিধা, ওয়েবক্যাম ক্যাপচারসহ এমপি৪, এভিআই, ডব্লিউএমভি ফরম্যাটে ফাইল সেভ করার মতো বিভিন্ন সুবিধা পাওয়া যায় এই সফটওয়্যারে।
ক্যামস্টুডিও : এটি ডেস্কটপ রেকর্ডার সফটওয়্যার হিসেবেই পরিচিত। যদি ছোট ও কম ফিচার্সের ফ্রি স্ক্রিন রেকর্ডার প্রয়োজন হয় তাহলে এটি বেছে নিতে পারেন। হালকা সফটওয়্যারের পাশাপাশি সাধারণ ইন্টারফেস, টাইম লিমিট ও ওয়াটারমার্ক না থাকা এবং ছোট ছোট ভিডিও করার সুবিধা রয়েছে।
শেয়ারিং : এই সফটওয়্যারের মাধ্যমে যেকোনো কিছু রেকর্ড করা যায়। নিদিষ্ট এরিয়া, উইন্ডো, অনলাইন ভিডিও শেয়ার, স্ক্রিনশট ইত্যাদি রেকর্ড খুব সহজেই করা যায়।
ক্যাপচুরা : ওপেনচুরা সফটওয়্যার নামে পরিচিতি এই ক্যাপচুরা ছোট ছোট ফিচার নিয়ে গঠিত একটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার।
ডেবিউট স্কিন রেকর্ডার : ভিডিও এডিটিং, কালার পরিবর্তন, আইপি ক্যামেরা ব্যবহার, টেক্সট, স্কিন রেকর্ডসহ সব ধরনের রেকর্ড করা যায় এই সফটওয়্যারের মাধ্যমে। এটি দ্বারা সব ধরনের এডিটিংও করা যায়।