স্যামসাং ইলেক্ট্রনিক্স বলেছে, ২০২৪ সালের প্রথম তিন মাসে তাদের মুনাফা এক বছর আগের তুলনায় ১০ গুণ বেশি হবে বলে তারা আশা করছে। এমন একটি সময়ে কোম্পানিটি এই ঘোষণা দিয়েছে, যখন মহামারি পরবর্তী মন্দা থেকে চিপসের দাম পুনরুদ্ধার হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত পণ্যের চাহিদা বেড়েছে। খবর বিবিসির।
দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং বিশ্বের বৃহত্তম মেমরি চিপ, স্মার্টফোন ও টেলিভিশন নির্মাতা।
কোম্পানিটির ৩০ এপ্রিল একটি বিশদ আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে।
বিবিসির খবরে বলা হয়, প্রযুক্তি জায়ান্ট স্যামসাং অনুমান করেছে যে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে তাদের অপারেটিং মুনাফা বেড়ে ৬ দশমিক ৬০ ট্রিলিয়ন ওয়ানে (৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার বা ৩ দশমিক ৯০ বিলিয়ন পাউন্ড) দাঁড়িয়েছে। এটি ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৯৩১ শতাংশ বেশি। সেই সঙ্গে এই অনুমান, প্রায় ৫ দশমিক ৭০ ট্রিলিয়ন ডলার মুনাফার বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।
বিবিসি জানায়, এক বছর আগে তীব্র মন্দার পর বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের দামে ঊর্ধ্বগতির ফলে কোম্পানির আয় বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গ্লোবাল মেমোরি চিপের দাম গত বছরে প্রায় এক পঞ্চমাংশ বেড়েছে বলে অনুমান করা হয়।
খবরে বলা হয়, স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর বিভাগ সাধারণত কোম্পানির জন্য সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী। এআই প্রযুক্তির বিকাশে সাহায্যের কারণে সেমিকন্ডাক্টরগুলোর চাহিদাও এই বছর শক্তিশালী থাকবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ৩ এপ্রিল তাইওয়ানে আঘাত হানা ভূমিকম্প, বিশ্বব্যাপী চিপসগুলোর সরবরাহকেও আঁটসাঁট করতে পারে। এটি স্যামসাংকে আরও দাম বাড়ানোর সুযোগ করে দেবে।
টিএসএমসিসহ বেশ কয়েকটি প্রধান চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কেন্দ্রস্থল তাইওয়ান। এটি অ্যাপল ও এনভিডিয়ার জন্যও চিপ সরবরাহকারী।
যদিও টিএসএমসি বলছে, ভূমিকম্প তাদের উৎপাদনে বড় প্রভাব ফেলেনি। তবে এটি তার কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে।
বিবিসির খবরে বলা হয়, জানুয়ারিতে লঞ্চ হওয়া স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ‘গ্যালাক্সি এ২৪’ স্মার্টফোনের বিক্রি থেকেও তার আয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
স্মার্টফোনের বাজার দিন দিন বড় হচ্ছে। অন্যদিকে মোবাইল ফোন প্রযুক্তির উন্নয়নের ফলে ফোনের দাম কমছে। তবে কোম্পানিগুলো নতুন নতুন ফিচার সংযুক্ত করার মাধ্যমে ক্রেতাদের আকর্ষণ করছে। স্যামসাং একটি বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ড। তারা উচ্চমানের মোবাইল ফোন তৈরি করে। এর পাশাপাশি সব ধরনের ক্রেতাদের আকর্ষণ করতে বিভিন্ন দামের ও বৈশিষ্ট্যের মোবাইল ফোন তৈরি করে কোম্পানিটি। বিশ্বের প্রায় সব দেশেই মোবাইল ফোন বিক্রি করে স্যামসাং। তবে তাদের জন্য একটা অসুবিধার কারণ হলো, প্রিমিয়াম মোবাইল ফোন বাজারে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের আধিপত্য রয়েছে।