ভারত জুড়ে প্রতিটি বাসা-বাড়িতে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। দেশটির সরকারি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বিএসএনএল-এর মাধ্যমে বিনামূল্যে এই সেবা মিলবে। এই অফারের অধীনে ভারতীয় নাগরিকরা কোনও ইনস্টলেশন চার্জ ছাড়াই বাড়িতে ওয়াইফাই বসাতে পারবেন।
সরকার অধীনস্থ ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই অফারে দেশটির বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
ভারতে ব্রডব্যান্ড পরিষেবা নিতে চাইলে এটি একটি ভালো সুযোগ হতে পারে। কেননা, এজন্য কোনও ইনস্টলেশন চার্জ দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে রাউটার সেটআপ করে দেবে বিএসএনএল। এই অফারটি গত বছরই ঘোষণা করেছিল সরকারি প্রতিষ্ঠানটি। যা শেষ হয়েছে ৩১ মার্চ। নতুন করে অফারের মেয়াদ বাড়ানো হয়েছে।
নতুন গ্রাহকদের এই সুবিধা দেওয়া হবে। বর্তমানে ইন্টারনেটের দরকার সকলের। স্মার্টফোন, ল্যাপটপসহ একাধিক ডিভাইসে চলে ইন্টারনেট। আর সেই চাহিদা পূরণ করে ব্রডব্যান্ড পরিষেবা। সেলুলার নেটওয়ার্কের পাশাপাশি ব্রডব্যান্ড পরিষেবাও দিয়ে থাকে বিএসএনএল। যারা বাড়িতে নতুন ওয়াইফাই বসাতে চান তারা বিএসএনএল-এর অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।
নতুন ওয়াইফাই সেট বসানোর পরিকল্পনা রয়েছে কিন্তু বাজেট কম, সেক্ষেত্রে এই প্ল্যান বেছে নিতে পারেন। কারণ ব্রডব্যান্ড প্ল্যানের বাইরে এক টাকাও বাড়তি খরচ করতে হবে না। সাধারণত ক্যাবল এবং অন্যান্য ইকুইপমেন্টের জন্য একটি নির্দিষ্ট টাকা চার্জ করে প্রতিষ্ঠানটি। তবে এই অফারের সেই টাকা দিতে হবে না।