গুগলের এবারের আই/ও আয়োজনে পুরোটা নজর ছিল এআই প্রযুক্তিজুড়ে। তবে, আয়োজনের দ্বিতীয় দিন কোম্পানিটি সংরক্ষণ করে রেখেছিল আলোচনায় থাকা নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৫ এর জন্য।
গেল বুধবার অ্যান্ড্রয়েড ১৫-এর দ্বিতীয় বেটা সংস্করণের পাশাপাশি অপারেটিং সিস্টেমটির অঘোষিত বিভিন্ন সুরক্ষা ফিচার উন্মোচন করেছে গুগল। এর মধ্যে এআইয়ের মাধ্যমে ফোন চুরি শনাক্তের ব্যবস্থা ও ‘গুগল প্লে ফ্রড ডিটেকশন’সহ আরও অনেক কিছু রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিস।
‘থেফট ডিটেকশন লক’ হল অ্যান্ড্রয়েড ১৫’র নতুন ফিচার। ফিচারটি ফোন চুরির পূর্বাভাস দিতে এআই ব্যবহার করবে ও সে অনুসারে ফোন লক করে ফেলবে।
গুগল বলছে, ফিচারটির অ্যালগরিদম চুরি সংশ্লিষ্ট বিভিন্ন গতিবিধি শনাক্ত করতে পারে। উদাহরণ হিসেবে, ফোন কেড়ে নিয়ে পালিয়ে যাওয়া, বাইক চালানো বা গাড়ি চালানো। যদি কোনো অ্যান্ড্রয়েড ১৫ চালিত স্মার্টফোনে এমন পরিস্থিতি ধরা পড়ে, তবে ফোনের স্ক্রিন দ্রুতই লক হয়ে যাবে। আর এতে করে ছিনতাইকারীও সহজে ফোনের ডেটা দেখতে পারবে না।
কেউ যদি থেফট ডিটেকশন লক চালু করা ছাড়াই ফোন চুরি করতে সক্ষম হয়, সে পরিস্থিতির জন্য ‘রিমোট লক’ ফিচার এনেছে গুগল।
এর মাধ্যমে কেবল ফোন নম্বর ও একটি নিরাপত্তা চ্যালেঞ্জ পার করে দূর থেকে যে কোনো ডিভাইস দিয়েই ফোনের স্ক্রিন লক করতে পারবেন ব্যবহারকারী।
এটি এমন পরিস্থিতি এড়ানোর জন্য নকশা করা হয়েছে, যেখানে ব্যবহারকারী ফোন হারিয়ে ফেলার পর ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচারে প্রবেশ করতে গিয়ে নিজের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন বা জানেন না।
পাশপাশি, ‘অফলাইন ডিভাইস লক’ ফিচারটিও একইভাবে ফোনের স্ক্রিন লক করে ফেলে যখন ফোনে ইন্টারনেট সংযোগ থাকে না। ফোন আনলক করার ক্ষেত্রেও ‘অথেনটিকেশন’ বা প্রমাণীকরণের লাগে।
ফিচারটি এমন চোরদের মোকাবেলা করার জন্য নকশা করা হয়েছে, যারা চুরি করা ডিভাইস সঙ্গে সঙ্গেই অফলাইন করে ফেলে। এমনকি ফোনের মালিক ফোন লক করার বা এর ডেটা পুরোপুরি মুছে ফেলার আগেই।
এ ছাড়া, ফ্যাক্টরি রিসেট প্রটেকশন আপডেট করতে ব্যবহারকারীর ফোনের সব ডেটা মুছে ফেলার পর ফোন ব্যবহার করার জন্য ব্যবহারকারীর তথ্য প্রয়োজন হবে, যা ফোন চুরি করার প্রণোদনা কমাবে বলে উল্লেখ করেছে এনগ্যাজেট।
এমনকি ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচার বন্ধ করা বা ফোনের স্ক্রিন টাইমআউটের সময় বাড়ানোর ক্ষেত্রেও ব্যবহারকারীর তথ্য লাগে। ফলে, ডিভাইস লক আউট হওয়ার আগে ডিভাইসটিকে রিসেট করার উদ্দেশ্যে চোরদের ব্যবহার করা এ কৌশলও বাতিল হয়ে যাবে।
এ বছরের শুরুতে টেক জায়ান্ট অ্যাপলের প্রকাশ করা একটি ফিচারের মতো, অবিশ্বস্ত কোনো অবস্থান থেকে ফোনের যে কোনো নিরাপত্তা ফিচার, পিন বা পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য অ্যান্ড্রয়েড ১৫-এও ব্যবহারকারীর অতিরিক্ত তথ্যের প্রয়োজন হবে।