কম্পিউটার ও ল্যাপটপের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ থেকে অ্যানড্রয়েড ফোনে ফাইল ট্রান্সফার আরও সহজ করে দিল মাইক্রোসফট। নতুন আপডেট আনল কোম্পানি। এবার থেকে উইন্ডোজে থেকেই দ্রুত যেকোনো ফাইল অ্যানড্রয়েড ডিভাইসে পাঠানো যাবে। ধাপে ধাপে সেই ফিচার রোল আউট করা হচ্ছে।
উইন্ডোজ ১১ বিটা আপডেট প্রকাশ করল মাইক্রোসফট। এবার থেকে দুই অপারেটিং সিস্টেমের মধ্যে ফাইল ট্রান্সফার আরও সহজে করা যাবে। উইন্ডোস ১১ বিটা চ্যানেল বর্তমানে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের মেম্বারদের জন্য উপলব্ধ। কোনও ঝামেলা ছাড়াই যেকোনও ফাইল দ্রুত উইন্ডোজ থেকে অ্যানড্রয়েড ডিভাইসে পাঠাতে পারবেন। কীভাবে এই সিস্টেম কাজ করবে জেনে নিন।
পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ‘মাই ফোন’ অপশনের মাধ্যমে। তবে উইন্ডোজ সার্চ অপশনে এখনই পাবেন না। আবার মাই ফোন এনেবেল না করলে, ফাইল শেয়ারও করা যাবে না। দুই অপারেটিং সিস্টেমের মধ্যে ফাইলের আদান-প্রদান আরও দ্রুত করতে এই ফিচার রোল আউট করেছে মাইক্রোসফট।
কীভাবে উইন্ডোজ থেকে অ্যানড্রয়েড ফোনে ফাইল ট্রান্সফার করবেন?
এই ফিচার উপভোগ করার জন্য অ্যানড্রয়েড ডিভাইসের সঙ্গে উইন্ডোজ পেয়ার করতে হবে। আর এটি হবে অ্যানড্রয়েড ডিভাইসে উইন্ডোজ অ্যাপ এবং পার্সোনাল কম্পিউটারে ফোন লিংক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যখনই দুই ডিভাইস পেয়ার হয়ে যাবে, তখনই মাই ফোন অপশন চলে আসবে উইন্ডোজ শেয়ার ট্যাবে। তারপর দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারবেন।
এদিন ফিচারটি সম্পর্কে অফিশিয়াল ঘোষণা করেছে মাইক্রোসফট। কোম্পানি জানিয়েছে, উইন্ডোজ শেয়ার উইন্ডো থেকে সহজেই অ্যানড্রয়েড ডিভাইসে ফাইল ট্রান্সফার করার সুবিধা চালু করছি আমরা। ফিচারটির জন্য আপনাকে পার্সোনাল কম্পিউটারে অ্যানড্রয়েড উইন্ডোজ অ্যাপের লিঙ্ক এবং ফোন লিঙ্ক ব্যবহার করে, অ্যানড্রয়েড ডিভাইসটিকে পার্সোনাল কম্পিউটারে যুক্ত করতে হবে।
এখন কীভাবে ফাইল ট্রান্সফার করা যায়?
এই মুহূর্তে একাধিক উপায় রয়েছে যার দ্বারা দুই অপারেটিং সিস্টেমে ফাইল পাঠানো যায়। এর মধ্যে একটি হল গুগলের কুইক শেয়ার। এই ফিচারের মাধ্যমে ওয়্যারলেস ফাইল আদান-প্রদান করা যায়। তবে মাইক্রোসফটের নতুন ফিচারটি কাজ আরও সহজ করে দিয়েছে। উইন্ডোসের মধ্যে থেকেই পুরো কাজটি করতে পারবেন। আলাদা করে অন্য কোনও অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না।
নতুন আপডেট উইন্ডোজ ১১ ভার্সনকে আরও উন্নত করে তুলবে বলে দাবি করেছে মাইক্রোসফট। উন্নত করা হয়েছে টাস্কবার এবং স্টার্টমেনু। এই ফিচার্সগুলো নতুন বিটা আপডেটে পাওয়া যাবে, যা শিগগিরই রোল আউট করা শুরু করবে সংস্থা। উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে গিয়ে এই বিটা আপডেট পাবেন।
কিছুদিন আগেই উইন্ডোজ ১১ ইনসাইডার প্রিভিউ বিল্ড চ্যানেল প্রকাশ করেছে সংস্থা। ধাপে ধাপে এটি রোল আউট করা হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট।