স্মার্টফোনের সুরক্ষায় নানা ধরনের কেস ব্যবহার করা হয়। অথচ এ কেসগুলো ফোনের ওয়াই-ফাই ও সেলুলার সিগন্যালে প্রভাব ফেলতে পারে। ফোন কেস সিগন্যালের ক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা, তা কিছু বিষয়ের ওপর নির্ভর করে। কিছু নির্দিষ্ট উপাদান ও ডিজাইনের কেস ফোনের নেটওয়ার্ক সংযোগ দুর্বল করতে পারে। বিশেষ করে ধাতব তৈরি কেসগুলোর ক্ষেত্রে এমন সমস্যা দেখা দিতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ারের প্রতিবেদনে সিগন্যালের ক্ষেত্রে ফোন কেসের প্রভাব কী, সে সম্পর্কে বলা হয়েছে
ধাতব কেস ব্যবহার করলে করণীয়
ধাতব ফোন কেস ব্যবহার করতে চাইলে নিশ্চিত করতে হবে যে এতে অ্যান্টেনা লাইন রয়েছে। এটি মূলত একটি ছোট প্লাস্টিকের খোলা অংশ, যা রেডিও তরঙ্গ সহজে প্রবাহিত হতে সাহায্য করে। অনেক প্রিমিয়াম ফোনে অ্যান্টেনা লাইন রাখা হয়, যাতে ধাতব কাঠামোর মধ্যেও শক্তিশালী সিগন্যাল পাওয়া যায়। তাই ধাতব কেস কেনার আগে দেখে নেয়া উচিত, এতে সঠিকভাবে অ্যান্টেনা লাইন রয়েছে কিনা। এটি কল ড্রপ, ধীরগতির ইন্টারনেট ও দুর্বল ওয়াই ফাই সংযোগ প্রতিরোধ করতে সাহায্য করবে।
ফোন কেসের উপাদান ও সিগন্যালের প্রভাব
ফোন কেস সাধারণত দুই ধরনের উপাদানে তৈরি হয়—পরিবাহী ও অপরিবাহী। প্লাস্টিক, সিলিকন ও চামড়ার মতো অপরিবাহী উপাদানে তৈরি কেস ফোনের সিগন্যালে তেমন প্রভাব ফেলে না। তবে অ্যালুমিনিয়াম বা টাইটানিয়ামের মতো পরিবাহী উপাদান ব্যবহার করা হলে সিগন্যাল দুর্বল হয়ে যেতে পারে। ধাতব কেস রেডিও তরঙ্গ শোষণ করতে পারে। ফলে সেলুলার, ওয়াই-ফাই ও ব্লুটুথ সংযোগ দুর্বল হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে পুরোপুরি সিগন্যাল ব্লকও হয়ে যেতে পারে। কারণ ধাতব উপাদান ফোনের অ্যান্টেনার কাছে পৌঁছানো রেডিও তরঙ্গে বাধা দেয়, যা সংযোগ দুর্বল করে ফেলে।
কেসের ডিজাইন ও সিগন্যালের ওপর প্রভাব
শুধু উপাদানই নয়, কেসের ডিজাইনও নেটওয়ার্ক সংযোগের ওপর প্রভাব ফেলতে পারে। ফোনের অ্যান্টেনা যদি কেসের কারণে আড়াল হয়ে যায়, তবে সিগন্যালে সমস্যা দেখা দিতে পারে। এমনকি প্লাস্টিক বা সিলিকনের মতো অপরিবাহী উপাদানে তৈরি কেসও যদি খুব বেশি পুরু হয় বা অ্যান্টেনার গুরুত্বপূর্ণ অংশ ঢেকে ফেলে, তাহলে নেটওয়ার্ক দুর্বল হয়ে যেতে পারে।
সাধারণত মজবুত কেস ব্যবহার করলে তেমন সমস্যা হয় না। তবে উন্নত সংযোগ পাওয়ার জন্য পাতলা ডিজাইনের কেস ব্যবহার করাই ভালো।
সমস্যা মনে হলে করণীয়
যদি মনে হয় ফোন কেসের কারণে সিগন্যাল দুর্বল হচ্ছে, তবে সেটি খুলে দেখতে হবে ওয়াইফাই সংযোগের উন্নতি হয় কিনা। যদি কেস সরানোর পর সিগন্যাল ভালো হয়ে যায়, তবে বুঝতে হবে কেসটি সিগন্যালে বাধা সৃষ্টি করছে। মোট কথা, ফোন কেস কেনার সময় শুধু ডিজাইন বা স্থায়িত্ব নয়, সিগন্যালের বিষয়টিও মাথায় রাখা জরুরি। কারণ শক্তিশালী নেটওয়ার্ক ছাড়া আধুনিক স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা অসম্পূর্ণ থেকে যায়।