সারা বিশ্বে ইলেকট্রনিক্সের প্রস্তুতকারক হিসেবে বহুল জনপ্রিয় সনি বাজারে আনতে চলেছে এক্সপেরিয়া সিরিজে নতুন স্মার্টফোন। আর কয়েক মাস পরেই ২০২০ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এক্সপেরিয়া ১ সিরিজের পরবর্তী ফোন উন্মোচন করতে পারে সনি। সম্ভবত ‘সনি এক্সপেরিয়া ৩’ নামের এই ফোনে ইন্টারন্যাল স্পেসিফিকেশনে বড় ধরনের চমক দেখাবে কোম্পানিটি, এমনটাই শোনা যাচ্ছে।
নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, ডিভাইসটিতে থাকবে স্ন্যাপড্রডাগন ৮৬৫ চিপসেট। যদিও এটি খুব বেশি চমক নয়। তবে র্যামের ক্ষেত্রে চমক দেখাবে সনি, আর সেটি হবে ১২ জিবি র্যাম।
গিগবেঞ্চ বেঞ্চমার্কের ফাঁস হওয়া তথ্যে এটি জানা গেছে। যদিও সেখানে ফোনের নাম উল্লেখ নেই, তবে মডেল নাম্বার আছে। ফলে এটি সনির স্মার্টফোন নিশ্চিত হলেও ঠিক কোনটি সেটা নিশ্চিত নয়।
এর আগে ফাঁস হওয়া তথ্যে জানা যায়, সনির পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের পিছনে ছয়টি ক্যামেরা এবং সামনে দুইটি ক্যামেরা থাকবে। তবে বাস্তবে কী আসবে সেটি দেখতে অপেক্ষা করতে হবে কয়েক মাস।