গুগল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন গুগল আই /ও ২০২০-এর তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ থেকে ১৪ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এম্পিথিয়েটারে গুগলের সবচেয়ে বড় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্যবহারকারীরা বার্ষিক আই/ও টিজারে অংশ নেওয়ার পরই এই তারিখ প্রকাশ করলো গুগল। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই গুগল আই/ও-২০২০ এর তারিখ সম্পর্কে টুইট করেছেন।
প্রতি বছরই গুগল তাদের এই ‘গুগল আই /ও প্ল্যাটফর্ম’ বার্ষিক সম্মলনে প্রযুক্তি দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে ঘটে যাওয়া মূল আবিষ্কারগুলো নিয়ে কথা বলে। এ বছর গুগল অ্যান্ড্রয়েড এআই এবং অন্যান্য পরিষেবার বিষয়ে কথা হবে।
গত বছর কোম্পানিটি তাদের বার্ষিক আই/ও সম্মলনে সাশ্রয়ী মূল্যের পিক্সেল ৩এ এবং পিক্সেল ৪এ এক্সএল ফোন তৈরির ঘোষণা দিয়েছিল। ধরণা করা হচ্ছে, এ বছর গুগল পিক্সেল ৪এ ফোন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে পারে।
এছাড়া গুগলের এই সম্মলনকে ঘিরে কিছু গুঞ্জন তৈরি হয়েছে। যেমন, গুগল দুটি মাঝারি মানের স্মার্টফোন উন্মোচন করতে পারে এই বছর। এরমধ্যে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন৭৩০ এবং অন্যটি স্ন্যাপড্রাগন৭৬৫ -এর মাধ্যমে চালিত হতে পারে। এই দুটি ডিভাইস ছাড়াও এবারের আই/ও সম্মলনে গুগল অ্যান্ড্রয়েড-১১ সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করতে পারে।
সূত্র: গেজেটসনাউ