এই প্রথম ফোল্ডিং আইপ্যাড আনছে অ্যাপল। রিপোর্ট অনুযায়ী, আইফোন নির্মাতা আগামী ২০২৩ সালে ফোল্ডিং আইপ্যাড লঞ্চ করবে।
টিপস্টার @কোমিয়া_কেজে টুইট পোস্টে জানিয়েছে ২০২৩ সালে অ্যাপল ফোল্ডিং আইপ্যাড নিয়ে আসবে। তিনি ফোনের ডিভাইসটির স্পেসিফিকেশনও ফাঁস করেছেন। যেখানে তিনি বলেছেন এই ফোনে মাইক্রো এলইডি ডিসপ্লে থাকবে। যদিও অ্যাপলের তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
কোমিয়া আরও জানিয়েছেন, এই আইপ্যাডের দুটি প্যানেল সিমলেসলি একে অপরের সাথে যুক্ত থাকবে। এতে আন্ডার স্ক্রিন ফ্রন্ট ক্যামেরা এবং টাচ আইডি দেওয়া হবে। ডিভাইসটি অ্যাপল গ্লাস ও হেডসেটের মাধ্যমে দুর্দান্ত ভিআর অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হবে। আবার এতে ফোন কল সাপোর্ট করবে।
অ্যাপলের ফোল্ডিং আইপ্যাড ওএস সিস্টেমে চলতে পারে। আবার এতে এ সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে। এই চিপটি ৩ এনএম বেসড হবে। মানে বলাই যায় এটি শক্তিশালী প্রসেসরের সাথে আসবে। এখন দেখার ৩ বছর আগে করা কোমাইয়ার টুইট সত্য হয় কিনা।