বাজারে ৫জি কনেক্টিভিটির সাথে কয়েকটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। তবে এখনও বাজারে ৫জি কানেক্টিভিটি উপলব্ধ নয়। বাজারে ৫জি সপোর্ট করে এমন ফোন নিয়ে হাজির হয়েছে সংস্থা। এখন থেকেই একাধিক স্মার্ট ফিচারসহ ৫জি ফোন নিয়ে এসেছে অ্যাপল, স্যামসাং ওয়ানপ্লাস-এর মতো সংস্থাগুলি। আপনি যদি ৪জি ফোন কিনতে চান, তা হলে একনজর দেখে নেওয়া যাক
ওয়ানপ্লাস ৮প্রো
ওয়ানপ্লাস সংস্থা এই বছরেই লঞ্চ করেছে ওয়ানপ্লাস ৮প্রো, ফোনে রয়েছে ৫জি সপোর্ট। এই ফোনে থাকছে 6.78 ইঞ্চি এইচডি স্ক্রিন। ফোনে শক্তিশালী ব্যাটারি এবং অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর রয়েছে। ফোনটিতে 8 জিবি র্যাম এবং 4 টি ক্যামেরা রয়েছে যার মধ্যে প্রধান ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের। এই ফোনের ক্যামেরাটি পেশাদার ফটোগ্রাফির জন্যও ব্যবহার করা যেতে পারে।
এমআই ১০টি এবং এমআই ১০টি প্রো
শাওমি সংস্থা এমআই ১০টি এবং এমআই ১০টি প্রো ৫জি কানেক্টিভিটি সপোর্টের সাথে বাজারে লঞ্চ করেছে। দুটি ফোনেই থাকছে অক্টা কোর স্ন্যাপড্রাগন। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও রয়েছে ফোনে।
মটোরোলা ওয়ান ৫জি
৫জি কনেক্টিভিটি সহ ফোনগুলির জন্য মটোরোলা ওয়ান ৫জি ও একটি ভাল বিকল্প হতে পারে। মটোরোলা ওয়ান ৫জি ফোনে রয়েছে 6.7 ইঞ্চি ফুল-এইচডি স্ক্রিন, চারটি রিয়ার ক্যামেরা এবং 128 জিবি স্টোরেজ রয়েছে। ফোনে রয়েছে 5000 এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি রয়েছে।
গুগল পিক্সেল ৪ এ
৫জি ফোন কেনার ইচ্ছুক লোকেদের জন্য গুগল পিক্সেল ৪ এ (৫জি) একটি ভাল বিকল্প হতে পারে। এই ফোন ৫জি সপোর্ট করে। এই ফোনে থাকছে 6.2 ইঞ্চি এইচডি স্ক্রিন। পাশাপাশি অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর, 6 জিবি র্যাম এবং 128 জিবি ইনবিল্ট মেমরি এবং ফাস্ট চার্জিং ব্যাটারি। 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনে।