তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আসুসের সঙ্গে মিলে ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনেছে বিশ্বের অন্যতম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়ালকম। আনুষ্ঠানিকভাবে এ সিরিজের স্মার্টফোনগুলোকে স্ন্যাপড্রাগন ইনসাইডার নাম দেয়া হয়েছে।
স্ন্যাপড্রাগন ইনসাইডারের এ স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ প্রদান করা হয়েছে। এতে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের স্যামসাং ওলেড ডিসপ্লে প্যানেল প্রদান করা হয়েছে। যার সুরক্ষায় গরিলা গ্লাস ভিকটাস রয়েছে। এ ফোনে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ প্রদান করা হয়েছে। ফোনে কোয়ালকমের থ্রিডি সেন্সর জেন টু প্রযুক্তির রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।
প্রসেসর হিসেবে এ স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট প্রদান করা হয়েছে। তবে এ চিপসেট নির্ধারণের বিষয়ে প্রযুক্তিবিদদের মনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেখানে বাজারে এরই মধ্যে ৮৮৮ প্লাস মডেলের প্রসেসর উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
এ স্মার্টফোনে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্রদান করা হয়েছে। তবে বর্তমান সময়ের স্মার্টফোনের হিসেবে এটি খুব বড় কোনো ব্যাটারি নয়। তবে এতে কোয়ালকমের কুইক চার্জ ফাইভ স্ট্যান্ডার্ড সুবিধা রয়েছে, যা সর্বোচ্চ ৬৫ ওয়াট চার্জিং সুবিধা প্রদান করবে।
ফোনের পেছনে ট্রিপল ক্যামেরা প্রদান করা হয়েছে। এর প্রধান ক্যামেরায় সনি আইএমএক্স৬৮৬ ৬৪ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর রয়েছে। অন্যদিকে আল্ট্রাওয়াইডে ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৬৩ এবং ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স প্রদান করা হয়েছে। এ লেন্সের মাধ্যমে তিন গুণ জুম করা যাবে। ফোনের সম্মুখে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
কোয়ালকমের দাবি এ তিনটি ক্যামেরা দিয়ে প্রফেশনাল কোয়ালিটির ভিডিও ধারণ করা যাবে। এ ফোনের মাধ্যমে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমসহ এইটকে এবং প্রতি সেকেন্ডে ৩০ অথবা ৬০ ফ্রেমে ফোরকে ভিডিও ধারণ করা যাবে।
স্মার্টফোনটির ওজোন ২১০ গ্রাম। আগস্টের দিকে মিডনাইট ব্লু রঙে বাজারে এ স্মার্টফোন পাওয়া যাবে। এর মূল্য ১ লাখ ২৭ হাজার থেকে ১ লাখ ৩৫ হাজার টাকার মধ্যে হতে পারে।