অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা খাতে নেটফ্লিক্স ও অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম লেখাতে যাচ্ছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। সব ঠিক থাকলে চলতি মাসের ২৫ তারিখ নিজস্ব ভিডিও স্ট্রিমিং সেবা চালু করবে অ্যাপল। খবর রয়টার্স।
প্রযুক্তি বিশ্বে বেশকিছু দিন ধরেই আলোচনা চলছে নেটফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং সেবা আনতে কাজ করছে অ্যাপল। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি মার্কিন প্রতিষ্ঠানটি। ২৫ তারিখে অনুষ্ঠেয় এক ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে অ্যাপল। ওই ইভেন্টে ভিডিও স্ট্রিমিং সেবা উন্মোচন করে চমক দেবে প্রতিষ্ঠানটি। একই ইভেন্টে নতুন আইপ্যাড উন্মোচন করা হতে পারে।