আসুস ভিভোবুক সিরিজের ল্যাপটপ দেখতে-শুনতে একেবারেই প্রিমিয়াম গ্রেড ল্যাপটপ। সম্প্রতি আসুস ভিভোবুক ১৩ স্লেট মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচন করেছে। এই ল্যাপটপের বিশেষত্ব হল, কীবোর্ড কে ডিভাইস থেকে পৃথক করা যায়।
তাইওয়ানে প্রতিষ্ঠিত একটি কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আসুস দাবি করেছে, আসুস ভিভোবুক ১৩ স্লেট হল ওলেড ডিসপ্লে সহ প্রথম ১৩.৩ ইঞ্চি উইন্ডোজ ২-ইন-১ ল্যাপটপ। এর সাথে আসুস পেন ২.০ সাপোর্ট করবে। পাশাপাশি রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
চলুন আসুস ভিভোবুক ১৩ স্লেট ল্যাপটপের দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
আসুস ভিভোবুক ১৩ স্লেট ল্যাপটপে আছে ১৩.৩ ইঞ্চি ফুল এইচডি ওলেড ডিসপ্লে, যা ১.০৭ বিলিয়ন কালার, ১৬:৯ এসপেক্ট রেশিও ও ২৬৬ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। ডিভাইসটি ইন্টেল পেন্টিয়াম সিলভার এন৬০০০ প্রসেসর দ্বারা চালিত এবং এতে ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও পাওয়া যাবে।
আসুস ভিভোবুক ১৩ স্লেট ডিটাচেবল কীবোর্ড সব এসেছে, যাতে বড় ট্রাক প্যাড উপস্থিত। এটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়া এই ল্যাপটপে আসুস পেন ২.০ সাপোর্ট করবে। আবার এতে আছে ডুয়াল ইউএসবি টাইপ সি পোর্ট ও মাইক্রোএসডি কার্ড রিডার।
ল্যাপটপটি ৫০ ওয়াট আওয়ার ব্যাটারি ও ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। এই ব্যাটারি ৯ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আবার এতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।