আগামী বসন্তে আধুনিক বৈশিষ্ট্যের নতুন ম্যাক মিনি বাজারে আনতে পারে অ্যাপল। প্রাপ্ত তথ্যানুযায়ী, নতুন ডিভাইসটি প্রযুক্তি জায়ান্টটির সবচেয়ে দামি ম্যাক মিনি হবে। খবর ইটি টেলিকম।
ম্যাক রিউমার্সের তথ্যানুযায়ী, সম্প্রতি ডিসপ্লে বিশ্লেষক রস ইয়াং ও মার্ক গুরমানের প্রকাশিত প্রতিবেদন থেকেই ম্যাক মিনি বাজারে আসার তারিখ নিয়ে গুঞ্জন উঠেছে। গত ডিসেম্বরে ইয়াং বলেন, আগামী বসন্তে একটি নতুন আইম্যাক প্রো মডেলের ঘোষণা দিতে পারে মার্কিন প্রযুক্তি জায়ান্ট। এতে মিনি এলইডি ডিসপ্লে যুক্ত থাকবে। এদিকে গুঞ্জনে হাওয়া দিয়ে ব্লুমবার্গের মুখপাত্র মার্ক গুরমান জানিয়েছেন, সম্ভবত চলতি বছরের মার্চ বা এপ্রিলে অ্যাপলের নতুন ম্যাক মিনি প্রো বাজারে আনার ঘোষণা দেয়া হবে।
গুরমানের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের বসন্ত অনুষ্ঠানে আইফোন এসইর সঙ্গে ফাইভজির সংযোগ হবে মূল আলোচনার বিষয়বস্তু। এছাড়া এ-সিরিজ চিপসংবলিত আইপ্যাড এয়ারের নতুন সংস্করণ ও অ্যাপল সিলিকন চিপসংবলিত নতুন এক ম্যাকের ঘোষণাও থাকবে অনুষ্ঠানের আকর্ষণ। গুরমান বলেন, ম্যাকটি নতুন মিনি এলইডি আইম্যাক অথবা ম্যাক মিনি হতে পারে।