শাওমির কাস্টম ইউজার ইন্টারফেস এমআইইউআই ব্যবহারকারীদের জন্য নতুন আরেকটি সুবিধা যুক্ত হতে যাচ্ছে। এক্সডিএ ডেভেলপারসের তথ্যানুযায়ী, ইন্টারফেস ব্যবহারকারীরা ব্যাকগ্রাউন্ডে তাদের পছন্দের গেম ডাউনলোড করতে পারবে। খবর টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে দাবি করা হয়, হালনাগাদ করা এমআই সিকিউরিটি অ্যাপে এমআইইউআইয়ের নতুন ফিচারসংক্রান্ত তথ্য পাওয়া গিয়েছে। ফিচারটি কোনো গেমের নতুন আপডেট এলে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করতে থাকবে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত কিছু গেমে নতুন ফিচারটি কাজ করবে। বিশ্লেষকদের ধারণা, শাওমির অ্যাপস্টোর থেকে যেসব গেম ডাউনলোড করা হবে শুধু সেগুলোর জন্যই এটি কাজ করবে।
গেম আপডেট ডাউনলোডের ফিচারটি কি শুধু চাইনিজ ভার্সনে ব্যবহার করা যাবে, নাকি গ্লোবাল ভার্সনেও ব্যবহার করা যাবে, সে বিষয়ে প্রতিবেদনে পরিষ্কার কোনো তথ্য দেয়া হয়নি।