স্যামসাং তাদের ভবিষ্যৎ প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোনগুলির ক্যামেরা ক্ষেত্রে বিপুল উন্নতি করতে চলেছে। শোনা যাচ্ছে সংস্থার আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ স্যামসাং গ্যালাক্সি এস২৩ – এর সবচেয়ে প্রিমিয়াম ফোন স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা -এ থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর।
এবছর সেপ্টেম্বর মাসের প্রথম দিকে স্যামসাং জনসমক্ষে এনেছিল তাদের আইএসওসেল এইচপি১ সেন্সরটি। বলা হচ্ছে এই সেন্সরে ২০০ মেগাপিক্সেল সাপোর্ট করে। এই সেন্সরের অপটিক্যাল ফরম্যাট হল ১/ ১.২২ ইঞ্চি এবং এর পিক্সেলের আকার হল ০.৬৪ মাইক্রন। জানা গেছে, আইএসওসেল এইচপি১ সেন্সর ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ৮কে (8K) ভিডিও রেকর্ড করতে পারে। এই সেন্সরটিই ব্যবহার করা হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে।
আইসইউনিভার্স একটি টুইটে বলেছে, মোটোরোলা ফ্রন্টিয়ারে ২০০ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। যা নিজেই তৈরি করেছে স্যামসাং। তাই অনুমান করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩-এ থাকতে পারে সেই সেন্সর। তবে স্যামসাঙের তরফে এই বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি। শোনা যাচ্ছে, এই সেন্সরের নাম ২০০ মেগাপিক্সেল স্যামসাং ISOCELL HP1 হতে চলেছে। রিপোর্ট বলছে, শাওমিও তার নতুন ফোন শাওমি ১২টি প্রোতে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা দিতে পারে।
স্যামসাং ছাড়াও মোটোরোলা আনুষ্ঠানিকভাবে তাদের পরবর্তী প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। ডিভাইসটির এখনও কোনও নাম দেওয়া হয়নি। গত বছরই কোম্পানির স্মার্টফোনের জন্য দুটি নতুন ক্যামেরা সেন্সর তৈরি করেছিল স্যামসাং। এর মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের GN5 সেন্সর ছিল। অন্যটি ছিল ২০০ মেগাপিক্সেলের সেন্সর। টেক সাইটগুলির মতে, গ্যালাক্সি এস২৩ সিরিজে কোম্পানি স্ন্যাপড্রাগন 8 জেন প্রসেসর দিতে পারে।
আশা করা হচ্ছে, কোম্পানি এই ফোনটি নভেম্বরে লঞ্চ করতে পারে। এছাড়াওস্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ডিভাইসটিতে একটি ৪০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও থাকতে পারে। এই সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন নিয়ে ব্যবহারকারীদের মধ্যে অনেক আগ্রহ রয়েছে। আশা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা-র মতো নতুন এস২৩ সিরিজের ক্যামেরাতেও দুর্দান্ত কিছু বৈশিষ্ট্য থাকবে।