ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ডিসপ্লের স্মার্টফোন ক্যাটাগরিতে নতুন সংযোজন আনতে যাচ্ছে হুয়াওয়ে। সম্প্রতি কোম্পানিটি তিন ভাঁজযুক্ত ডিসপ্লের স্মার্টফোন তৈরির পেটেন্ট আবেদন করেছে। গুঞ্জন রয়েছে চলতি বছরের শেষ নাগাদ এ স্মার্টফোন বাজারে আসতে পারে।
পেটেন্ট আবেদনে নতুন এ ডিভাইস সম্পর্কিত কিছু তথ্যও পাওয়া গেছে। চীনা কোম্পানি হুয়াওয়ের আগে সিইএস সম্মেলনে তিন ভাঁজযুক্ত স্মার্টফোনের ধারণা দিয়েছিল স্যামসাং। তবে সেটি বিক্রির জন্য বাজারে আনেনি দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্ট। সংশ্লিষ্ট ও বাজার বিশ্লেষকদের মতে চলতি বছর হয়তো দুটি কোম্পানি একই সঙ্গে ডিভাইসগুলো বাজারে আনতে পারে।
হুয়াওয়ের পেটেন্ট আবেদনের তথ্য সম্প্রতি প্রকাশ করেছে আইটিহোম। প্রাপ্ত তথ্যানুযায়ী, নতুন ডিভাইসটি ভাঁজ করা অবস্থায় ইংরেজি জেড অক্ষরের আকার ধারণ করবে। ভাঁজের জন্য ডিভাইসে আলাদা দুটি হিঞ্জ সিস্টেম থাকবে। এ ডিভাইসের অন্যতম একটি ফিচার হলো দ্বিতীয় হিঞ্জে থাকা ডিসপ্লেটি বাইরের দিকেও খোলা যাবে। ফলে ডিভাইস ভাঁজ করা থাকলেও ডিসপ্লের তৃতীয় অংশটি পুরোপুরি ব্যবহার করা যাবে।
গঠনগত সমস্যার কারণে এখন পর্যন্ত তিন ভাঁজযুক্ত স্মার্টফোন বাজারে আসেনি। কেননা যন্ত্রাংশের কারণে এর ওজন বেড়ে যাবে এবং ব্যবহার করাও কঠিন হয়ে উঠবে। তবে হুয়াওয়ের পেটেন্ট সূত্রে জানা গেছে, কোম্পানির নতুন এ ডিভাইসের প্রতিটি যন্ত্রাংশের ওজন আলাদা থাকবে। ফলে ডিভাইসের ওজনও তুলনামূলক কম থাকবে। হুয়াওয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন এ স্মার্টফোন বাজারজাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।