মটোরোলা কোম্পানি একটি নতুন বাজেট স্মার্টফোন বাজারে আনতে চলেছে। জুন মাস থেকেই চর্চায় রয়েছে মটোর এই ফোনটি। ফোনটির কিছু ছবি আর ফিচার কিছুদিন আগে বাজারে ফাঁস হয়েছিল। এবার এই ফোনটিকে নিয়ে আরও কয়েকটি তথ্য সামনে এসেছে।
গিকবেঞ্চ ওয়েবসাইট এ মটো ই৭ প্লাস ফোনটিকে লিস্ট করা হয়েছে, যেখান থেকে এর কিছু তথ্য পাওয়া গেছে। এই স্মার্টফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর।
এই ফোনটি গত বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া মটো ই৬ প্লাস ফোনের আপগ্রেডেড ভার্সন বলে মনে করা হচ্ছে।
টিপস্টার Evan Blass ট্যুইট করে মটো ই৭ প্লাস মিড-রেঞ্জ স্মার্টফোনটির কিছু ফিচার সম্পর্কে জানিয়েছেন। সেই সঙ্গে ট্যুইটারে মোটোরোলা ফ্যানস অ্যাকাউন্ট থেকেও এই ফোনটির ফিচার ফাঁস হয়েছে।
কোম্পানির তরফ থেকে এখনও ফোনটির লঞ্চ নিয়ে কোনও অফিশিয়াল তথ্য প্রকাশ করা হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী ফোনটি আগামী নভেম্বর মাসে লঞ্চ করা হতে পারে।