মোবাইলের জগতে সাওমিকে নতুন করে পরিচয় করে দেওয়ার কোন প্রয়োজন নেই। শাওমি মোবাইলের গুনগত মান নিয়ে কারো অজানা নয়।
শাওমি মোবাইলের নতুন সংযোজন সাওমি রেডমি নোট ৯ প্রো নিয়ে আলোচনা করা যাক।
প্রথমেই আলোচনা করা যাক মোবাইলটির ডিসপ্লে নিয়ে:
উক্ত মোবাইলটির দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট আইপিএস এলসিডি ডিসপ্লে, যার সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ। রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০*২৪০০ পিক্সেল এর। পিপিআই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৫। মোবাইলটির স্ক্রিন টু ডিসপ্লে এর অনুপাত ৮৪.৬%। মোবাইলটির ওজন দেওয়া হবে মাত্র ২১৪.৫ গ্রাম। মত্রা দেওয়া হবে ১৬৫.৪*৭৬.৮*৯ মিলিমিটার। মোবাইলটিতে ডুয়েল সিম ব্যাবহার করা যাবে। সিমগুলো হবে ন্যানো সিম। মোবাইলটিতে ৫জি সাপোর্টেড দেওয়া হবে।
এবার আলোচনা করা যাক মোবাইল ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে:
শাওমি রেডমি নোট ৯ প্রো এর সাথে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা, আল্ট্রাওয়াইড ক্যামেরাটি হবে ৮ মেগাপিক্সেল এর, ম্যাক্রো ক্যামেরাটি হবে ২ মেগাপিক্সেল এর ও ডেপথ ক্যামেরাটি দেওয়া হবে ২ মেগাপিক্সেল এর। এছাড়া থাকবে ডুয়েল এল ই ডি ডুয়েল টোন ফ্ল্যাশ। ভিডিও তে থাকবে ৩০ রফ পি এস ১০৮০ পি। সেলফি ক্যামেরাটি থাকবে ১৬ মেগাপিক্সেল এর। ভিডিও তে থাকবে ১০৮০ পি ৩০ এফ পি এস। কি অসাধারণ ক্যামেরা সেটাপ। আর সাওমির ক্যামেরা মানে অসাধারণ কোয়ালিটি।
এবার দেখে আসি মোবাইলটির হার্ডওয়্যার এ কি দেওয়া আছে :
অ্যান্ড্রোয়িড ১০ ভার্সন দেওয়া থাকবে মোবাইলটিতে। এছাড়া আলোচিত মোবাইলটিতে চিপসেট দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৭৫০ জি ৫জি অক্টাকোর প্রসেসর। জিপিইউ দেওয়া থাকবে অ্যাড্রিনো ৬১৯। এই প্রসেসর এ হাই রেজুলেশন এর ভিডিও স্ট্রিমিং সহ হাই কোয়ালিটির গেম এ কোন প্রকার সমস্যাই হবে না। খুব ভাল পারফর্ম দিবে। উক্ত মোবাইলটিতে ব্যাটারি দেওয়া হবে ৪৮২০ মিলি অ্যাম্পিয়ার। যার সাথে দেওয়া হবে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি। সাইন্ড সিস্টেমে থাকবে ৩.৫ মিলিমিটার জ্যাক। ইউ এস বি টাইপ সি পোর্ট থাকবে। সেন্সর গুলো দেওয়া হবে ফিংগারপ্রিন্ট, অ্যাকসেলেরেমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস। মোবাইলটির র্যাম দেওয়া থাকবে ৬ জিবি ও ১২ জিবি। ইন্টারনাল স্টোরেজ থাকবে ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি। সব রকম সুযোগ সুবিধা মিলবে এই নোবাইলটিতে অন্য মোবাইল গুলির মতো। মোবাইলটি অনেক স্টাইলিশ ও হবে বটে।
ফোনটির লঞ্চ ডেট কবে হবে সেটা এখনো জানানো যায়নি। এর মূল্য নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। আপনার পছন্দের সেরা তালিকায় থাকতে পারে এই মোবাইল ফোনটি।