আইকিউওও মোবাইল চলতি মাসে বেশ কয়েকটি মোবাইল লঞ্চ করতে চলেছে, তার মধ্যে একটি হল আইকিউওও নিও ৫ এস ই। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে উক্ত কোম্পানীটির। এই মোবাইলটিতে দেওয়া হয়েছে উন্নতমানের ফিচার। প্রায় সব রকম সুযোগ সুবিধা মিলবে এই ফোনটিতে। চলতি মাসেই লঞ্চ করা হবে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
আইকিউওও নিও ৫ এস ই মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ১৪৪ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট যার ফলে ফোনটি খুব দ্রুত কাজ করবে।
বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬৪.৭০X৭৬.৬৮X৮.৫৩ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৮৯ গ্রাম।
হার্ডওয়্যার:
আইকিউওও নিও ৫ এস ই ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬৫০। ২ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮/১২ জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ এছাড়া। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। আইকিউওও নিও ৫ এস ই মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার এর লিথিয়াম আয়ন এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। এছাড়া এখানে ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ৫৫ ওয়াটের চার্জিং সিস্টেম। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।
ক্যামেরাঃ
আইকিউওও নিও ৫ এস ই তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, পোরট্রেইট, প্যানোরামা এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে।
মূল্যঃ
আইকিউওও নিও ৫ এস ই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৩০,০৫৩ টাকা। ফোনটি আমার কাছে খুব ভাল লেগেছে।