কয়েক মাস আগে চীনের বাজারে ফ্ল্যাগশিপ সিরিজের নতুন দুটি স্মার্টফোন উন্মুক্ত করেছিল অনর। নতুন অনর ৬০ এসই স্মার্টফোনটিতে ১২০ হার্টজের রিফ্রেশ রেট ও ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। প্রকাশিত টিজার ইমেজের তথ্যানুযায়ী, স্মার্টফোনটির ডিসপ্লের মাঝ বরাবর একটি পাঞ্চহোল ডিজাইন থাকবে। যেখানে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৬৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেয়া হবে।
পূর্বে প্রকাশিত প্রতিবেদনের তথ্য সত্য প্রমাণিত হলে অনর ৬০ এসই স্মার্টফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হবে। এতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। প্রথমেই ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এরপর ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সব শেষে ২ মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরাটি দেয়া হয়েছে। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড-ভিত্তিক ম্যাজিক ইউআই ৫ থাকবে। ব্যাটারি সম্পর্কে তেমন কোনো তথ্য না জানা গেলেও স্মার্টফোনটিতে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে বলে জানা গেছে।
কানেক্টিভিটির দিক থেকে অনরের নতুন স্মার্টফোনটিতে ফাইভজি, ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, এফএম রেডিও ও ইউএসবি টাইপ সি কেবল রয়েছে। ডিভাইসটিতে প্রক্সিমিটি, এক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইটসহ একাধিক সেন্স রয়েছে। বাজারে কালো, সবুজ ও সাদা রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২ হাজার ১৯৯ ইউয়ান। পাশাপাশি ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের স্মার্টফোনটি পাওয়া যাবে। এর মূল্য ২ হাজার ৪৯৯ ইউয়ান।
স্মার্টফোন আন্তর্জাতিক বাজারে আনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক দ্বন্দ্বের কারণে ভারতসহ কোনো দেশের বাজারে স্মার্টফোনটি পাওয়ার কোনো সম্ভাবনা নেই।