অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়ে গেল রেডমি কে৫০ গেমিং এডিশন । এই ফোনের আকর্ষণীয় ফিচার্সের মধ্যে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ডুয়াল ভিসি হিট ডিসিপেশন সিস্টেম এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং। এছাড়াও রয়েছে ওলেড ডিসপ্লে, কোয়াড জেবিএল স্পিকার, সাইবার ইঞ্জিন আলট্রা-ওয়াইড ব্যান্ড এক্স-অ্যাক্সিস মোটর এবং একটি এক্সক্লুসিভ গেমিং অ্যান্টেনা।
টিপস্টার অনলিকস এবং বেস্টোপিডিয়া যৌথভাবে আসন্ন রেডমি কে৫০- এর ডিজাইন রেন্ডারগুলি প্রকাশ করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে, এই হ্যান্ডসেটে ৬.৬ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে। ফ্রন্ট ক্যামেরার জন্য ডিসপ্লের ওপরের মধ্যবর্তীস্থানে একটি পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে। ডিভাইসটির ওপরে ও দুই ধারের বেজেলগুলি সরু হলেও নিম্নাংশের বেজেলটি অপেক্ষাকৃত পুরু। রেডমি কে৫০ মডেলের নীচের প্রান্তে ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন দেখতে পাওয়া যাবে। তবে এতে ৩.৫ হেডফোন জ্যাক দেওয়া হবে না বলেই জানা গেছে।
আবার, ফোনের ব্যাক প্যানেলে একটি ডুয়েল-স্টেপ ক্যামেরা মডিউল দেওয়া হবে বলে জানা গেছে রেন্ডার থেকে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে, যার প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেল। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এই ক্যামেরা সেটআপে রয়েছে একটি ফ্লিকার সেন্সরও। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
রেডমি কে৫০ ফোনের ফ্রেমের ডানদিকে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি থাকবে এবং পাওয়ার বাটনের ওপরে ভলিউম রকার্সটি দেখতে পাওয়া যাবে। এছাড়া, এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ বা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত হবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে জল্পনা রয়েছে। এই আসন্ন ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ অ্যামোলেড ডিসপ্লে সহ চীনের বাজারে আসবে এবং রেডমি কে৫০ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করবে।